টপিকঃ মোবাইল ফোন ও কম্পিউটার চুরি থেকে রক্ষার্থে কি কি করনীয়?
আমি আমার গ্রামের বাড়িতে থাকি। এখানে প্রায়ই ডাকাতি,চুরি হয়। মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এগুলোই বেশি চুরি হয়। আর বাংলাদেশ এ মোবাইল চুরি টা ব্যাপক। এখন আপনাদের কাছে আমার অনুরোধ যাতে সবাই এর হাত থেকে রক্ষা পেতে পারি তার জন্য যা যা করনীয় তা আপনারা এ টপিকে লিখুন। (যে যা জানেন তাই লিখুন।)