টপিকঃ বাংলা টাইপে সমস্যা হচ্ছে কি? তাহলে একটু দেখুন (বিজয় ব্যবহারকারীগণ)
এই মেসেজটা আসলে টুটুল ভাইয়ের একটা মেসেজের উত্তর থেকে কপি-পেস্ট করে দেয়া ...অনেকেই আশা করছি উপকৃত হবেন।
Ahsanullah Tutul লিখেছিলেনঃ
বাংলায় সমস্যা হেচ্ছ- আমার কিম্পউটাের, েকান সমাধান পািচ্ছনা।
টুটুল ভাই...
আপনার লেখা দেখে বুঝতে পারছি, সমস্যাটা কিবোর্ড সংক্রান্ত। আপনি বিজয় কী-বোর্ড অনুযায়ী টাইপ করছেন কিন্তু এখানে ব্যবহৃত কী-বোর্ড লে-আউটটি বিজয় নয়। বিজয়-এর মেধাস্বত্ব সংরক্ষিত করা বলে এর কাছাকাছি ইউনিজয় ব্যবহার করা হয়েছে।
এটিতে পার্থক্য হল, আ-কার, ই-কার, ও-কার সবই মূল হরফ টাইপ করার পরে টাইপ করতে হয়। আপনার শেষ মেসেজটার শব্দগুলোর সমস্যা ধরে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়ার চেষ্টা করছি ব্যাপারটা --
যেমন: হচ্ছে
বিজয় লেআউট: হ+ে+চ+g+ছ = হচ্ছে ............ চাপতে হয়েছিলো icygY
ইউনিজয় লেআউট: হ+চ+g+ছ+ে = হচ্ছে ............ চাপতে হবে iygYc
যেমন: কম্পিউটারে
বিজয় লেআউট: ক+ি+ম+g+প+উ+ট+া+ে+র = কম্পিউটারে ............ চাপতে হয়েছিলো jdmgrgstfcv
ইউনিজয় লেআউট: ক+ম+g+প+ি+উ+ট+া+র+ে = কম্পিউটারে ............ চাপতে হবে jmgrdgstfvc
যেমন: কোন
বিজয় লেআউট: ে+ক+া+ন = কোন ............ চাপতে হয়েছিলো cjfb
ইউনিজয় লেআউট: ক+ো+ন = কোন ............ চাপতে হবে jxb
[এখানে ও-এর জন্য বরাদ্দ কী x চাপলে ও-কার আসে, আলাদা ভাবে এ-কার এবং আ-কার দেবার প্রয়োজন নাই; শুধু ও টাইপ করার জন্য x চাপুন; কোন বর্ণের পরে ও টাইপ করার জন্য gx চাপুন ]
যেমন: পাচ্ছিনা
বিজয় লেআউট: প+া+ি+চ+g+ছ+ন+া = পাচ্ছিনা ............ চাপতে হয়েছিলো rfdygYbf
ইউনিজয় লেআউট: প+া+চ+g+ছ+ি+ন+া = পাচ্ছিনা ............ চাপতে হবে rfygYdbf
আশা করি আর সমস্যা হবে না। সমস্যা হলে জানাতে ভুলবেন না যেন।