টপিকঃ কোন বাংলা টিভি চ্যানেলটি পছন্দ?
আচ্ছা আপনার কাছে বাংলা কোন টিভি চ্যানেলটি পছন্দ?
সাথে সাথে কারনটাও বলে দিয়েন অনুগ্রহ করে ।
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » কোন বাংলা টিভি চ্যানেলটি পছন্দ?
আচ্ছা আপনার কাছে বাংলা কোন টিভি চ্যানেলটি পছন্দ?
সাথে সাথে কারনটাও বলে দিয়েন অনুগ্রহ করে ।
অনেকদিন ধরে টিভি দেখা হচ্ছে না...~X(
তবে বাসায় থাকলে চ্যানেল আই (খবর), এটিএন (খবর),চ্যানেল ওয়ান (গ্রাফিক্স সুন্দর) এবং বাংলাভিশন (খবর) বেশি দেখি...
আচ্ছা আপনার কাছে বাংলা কোন টিভি চ্যানেলটি পছন্দ?
সাথে সাথে কারনটাও বলে দিয়েন অনুগ্রহ করে ।
আমার কাছে পছন্দ "একুশে টিভি",
কারন নং -১, পূর্বে তারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতো, (এখন যদিও অন্যদের মত)
কারন নং-২- বাংলা টিভি চ্যানেল এর মধ্যে প্রথম,
প্রথম দিকে চ্যানেল আইকে ভাল লাগত। কিন্তু এখন কোনটাকেই ভাল লাগে না। খবরের মাঝে বিজ্ঞাপন, ওমুক খেলার খবর, তমুক বাণিজ্য সংবাদ ইত্যাদি মেজাজ একেবারে খারাপ করে দেয়। তারউপর আছে টকশো এর প্যাঁচাল। মানসম্মত অনুষ্ঠান কিন্তু আনুপাতিক হারে যথেষ্ঠ কম। বিষয়টি আমাকে পীড়া দেয়। ইদানিং তাই টিভি দেখে সময় নষ্ট করি না ।
প্রথম দিকে চ্যানেল আইকে ভাল লাগত। কিন্তু এখন কোনটাকেই ভাল লাগে না। খবরের মাঝে বিজ্ঞাপন, ওমুক খেলার খবর, তমুক বাণিজ্য সংবাদ ইত্যাদি মেজাজ একেবারে খারাপ করে দেয়। তারউপর আছে টকশো এর প্যাঁচাল। মানসম্মত অনুষ্ঠান কিন্তু আনুপাতিক হারে যথেষ্ঠ কম। বিষয়টি আমাকে পীড়া দেয়। ইদানিং তাই টিভি দেখে সময় নষ্ট করি না ।
সহমত...(y)
আমি বাংলা চ্যানেল বলতে গেলে দেখিই না। কারন হয় পড়ি, নাইলে কম্পিউটারের সামনে চোখ কাঁনা করার জন্য বইসা থাকি। আর বাকি সময় রিয়েলিটি শো দেখি:)
একক ভাবে কোনটিই নয়। তবে এভাবে বলা যেতে পারে....
১.খবর.......................চ্যানেল ওয়ান , এনটিভি, সিএসবি.
২.নাটক......................এনটিভি, চ্যানেল ওয়ান, চ্যানেল আই
৩.মুভি বিষয়ক অনুষ্ঠান..........আর,টিভি(ওয়াইড অ্যাঙ্গেল) ,চ্যানেল ওয়ান (বায়োস্কোপ)
৪.মিউজিক...................এনটিভি, চ্যানেল ওয়ান,
৫.টক শো.....................একুশে (একুশে সময়), বাংলাভিশন (আমার আমি, আর্টিকেল ৩৯)
বি টি ভি
বি টি ভি
হাহাহ হা হা হা হাহা হাহা হাহা হাহা হাহা হাহা হা
বি টি ভি
দারুন একখান জোক শোনাইলেন!!![-X
আফসোস, আফসোস, বিটিভি কথা বলে দেশ মাটি ও মানউষের--- এটা কি আপনারা অবগত নন ?:P
খবর : এটিএন, চ্যানেল আই, ইটিভি
নাটক : এনটিভি, বাংলা ভিশন, চ্যানেল আই
আর মনে পরছে না।
প্রজন্ম ফোরাম » দৈনন্দিন » চায়ের কাপে ঝড় » কোন বাংলা টিভি চ্যানেলটি পছন্দ?
০.০৬২০৪২৯৫১৫৮৩৮৬২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৮.১৬০২৯১১৩০৪৩৬ টি কোয়েরী চলেছে