Re: আমাদের শেয়ারবাজারের এই দরপতনের শেষ কোথায়?
শেয়ারবাজারের দরপতন এখন অপরাধের অজুহাত হিসাবেও ব্যবহৃত হচ্ছেঃ
বিনিয়োগকারী হলেন অপহরণকারী
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » বিনিয়োগ » আমাদের শেয়ারবাজারের এই দরপতনের শেষ কোথায়?
শেয়ারবাজারের দরপতন এখন অপরাধের অজুহাত হিসাবেও ব্যবহৃত হচ্ছেঃ
বিনিয়োগকারী হলেন অপহরণকারী
শেয়ারবাজারের দরপতন এখন অপরাধের অজুহাত হিসাবেও ব্যবহৃত হচ্ছেঃ
বিনিয়োগকারী হলেন অপহরণকারী
এইসব মৌসুমি শেয়ার ব্যাবসায়ীদের কারনেই বাজারের আজকের এই অবস্থা। এরা যখন কোন স্ক্রীপ্ট এর দাম হু হু করে বাড়তে থাকে তখন কিনে আর যখন দাম পড়া শুরু করে তখন পেনিকড হয়ে সব সেল করে দেয়।
মূল ব্যবসায় যে পরিমাণ মূল্য সংযোজন হয়েছে শেয়ারের মূল্য তার চেয়ে বেশি হলে কারো না কারো পকেট থেকেই যাবে ....
মূল ব্যবসায় যে পরিমাণ মূল্য সংযোজন হয়েছে শেয়ারের মূল্য তার চেয়ে বেশি হলে কারো না কারো পকেট থেকেই যাবে ....
সেকেন্ডারি মার্কেটে মূলত এরকম একজনের পকেটের টাকা আরেকজনের পকেটে যেতে পারে,তবে সেটা খুব অস্বাভাবিকভাবে বেশি হারে গেলে সেটাকে সবখানেই সমস্যা হিসেবে ধরা হয়( ঠিক যেমনটা আমাদের মার্কেটে এখন হচ্ছে)। শেয়ার মার্কেটটা যাতে বিরাট জুয়া খেলার আসরে পরিনত না হয় সেজন্য সরকার ও নিয়ন্ত্রক সংস্থাকেই কিছু ভাল ও যুগোপযুগি উদ্যোগ নিতে হবে।
dear uniqmr brother,
দয়াকরে পজিশন সাইজিং ও স্টপলস বিষয়টা একটু যদি বুঝিয়ে বলতেন? তাহলে আমি ও এই ফোরামের সবাই উপকৃত হত।
আমি চার বছর শেয়ার ব্যবসা করার পর গত বৈশাখে ইস্তফা দিয়েছি।
চার বছরে যা বুঝলাম, তা হলো, এসইসি এবং অন্যান্য রাঘব বোয়ালরা যোগসাজস করে দাম কমায় বাড়ায়। সবচে বড় শয়তান হল স্বয়ং এসইসি। তারা নানা কায়দা করে প্রকাশ্যে ম্যানিপুলেট করে; যেমন লোনের হার কমাও বাড়াও, নানান পদের সার্কিট, ওটিসি, নতুন নতুন উদ্ভট রুল জারি ইত্যাদি।
এত ম্যানিপুলেশন থাকলে আমরা ছোটরা কিভাবে টিকে থাকব?
এসইসির দায়িত্ব ছিল, নিরপেক্ষ রুল দিয়ে সবার স্বার্থ রক্ষা করা। তারা বরং উল্টা কাজ করছে।
বেড়ায় যদি ক্ষেত খায়, তাহলে এই বেড়ার দরকার নাই।
খুবই সত্য কথা ।
পতনের সময় পাশের অগ্রনী ব্যাঙ্কে অডিটের কাজ করছিলাম। মজাই লাগলো দরপতন আর তারপরের মিছিল দেখে। কাজ শেষে বের হয়ে দেখি সব ফাঁকা
প্রজন্ম ফোরাম » অর্থনীতি » বিনিয়োগ » আমাদের শেয়ারবাজারের এই দরপতনের শেষ কোথায়?
০.০৭০১৪২০৩০৭১৫৯৪২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৪২৭৫৩৮৬৬২৮৬৯ টি কোয়েরী চলেছে