টপিকঃ google reader
কেউ কি http://www.google.com/reader ব্যাবহার করেছেন ? খুব কাজের আসে অনেক সময়। যেকোন rss ফীড সহজে রেজিস্টার করা যায়। ফায়ারফক্স এর অ্যাড্রেস বারের ডান কোনায় দেখবেন একটা কমলা বক্স আসে, ওখানে ক্লিক করুন। তারপর গুগল রিডার দিয়ে দেখুন। সুবিধা হল, এখন নতুন কোন পোস্ট আসলে সেটা automatic রীডার দেখাবে !
http://www.amanpages.com/