টপিকঃ হারে জীবন(ছোট মুখে বড় কথা বলার জন্য ক্ষমা চাচ্ছি।)
জীবনে কিছু চেইঞ্জ আসে । সেগুলো ভালোও হয় আবার খারাপও । তাই বলে কি জীবন কে মুল্য দিবনা।আমাদের বুঝা উচিৎ । জীবনটা খালি আমাদের না। এই জীবন আমাদের বাবা-মা । ভাই-বোন দেরও । তাই নয় কী । হা ঠিক তাই ।মনে করেন আমি চাকরি পাইতেছি না ১ বছর জাবত । তাই বলে কী আমার আতহত্যা করতে হবে। কোন ব্যাক্তি যাদি জীবনের মুল্য দিতে না যানে তাহলে তাকে মানুষ বলাটা ঠিক হবে কী। আমার মতে না ।
এখন টিভ খুললেই দেখি ইভটিজিং এর কারনে অনেকে আত্মহত্যা করতাছে । বলেন এগুলা শুনলে কী কারও ভালো লাগে । আমাদের দেশে কিছু ইভটিজার আছে যারা আমাদের দেশের মান-সম্মান রাখতেছে না। আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে তাদের বিরুধে আমাদের রুখে দাড়াতে হবে।
যাই হোক ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছি । ও সরি বেশি বড় বড় কথা বলে ফেলেছি । যাদি আমার কথায় কোন ভুল থাকে আমাকে ক্ষমা করে দিবেন ছোট ভাই হিসেবে ।
আর কথা গুলো বলতাম না। কে যেন আমাকে দিয়ে লেখিয়ে দিয়ে গেল ।