Re: হকার সার্ভিস
দেরী হয়ে গেল দেখতে। আমার কাছে খুব ভালো লেগেছে
http://www.amanpages.com/
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » হকার সার্ভিস
দেরী হয়ে গেল দেখতে। আমার কাছে খুব ভালো লেগেছে
ইশতিয়াক লিখেছেন:হকার সার্ভিস আমার কাছে এমন কিছু আহামরি মনে হলো না।:|
ঠিক। আহামরি নয়। প্রথমত: একটা পুরানো জিনিসকে একটু ভিন্ন ভাবে উপস্থাপন করা, দ্বিতীয়ত: প্রজন্মের পোর্টফোলিওটাকে বড় করা, তৃতীয়ত: পুরাতন হলেও একটা প্রয়োজনীয় জিনিসকে হাতের কাছে নিয়ে আসাই হল এর মূল উদ্দেশ্য।
ধন্যবাদ।
ঠিক কথা বলেছেন।
দেরী হয়ে গেল দেখতে। আমার কাছে খুব ভালো লেগেছে
ধন্যবাদ(y)
খুব ভাল হয়েছে। আমার কিছু পরামর্শ আছে, কিন্ত একন সময় নাই; পরে দিবনে। খুবই ব্যস্ত সময় যাচ্ছে। তবে এটার ক্যম্পেইন করতে হবে, খুবই কাজের জিনিস। আমি প্রবাসীদের দেখেছি তারা সব পত্রিকা পড়ার জন্য ই-মেলা ব্যবহার করে । এজন্য হকার হতে পারে ১ নম্বর সাইট।
খুব ভাল হয়েছে। আমার কিছু পরামর্শ আছে, কিন্ত একন সময় নাই; পরে দিবনে। খুবই ব্যস্ত সময় যাচ্ছে। তবে এটার ক্যম্পেইন করতে হবে, খুবই কাজের জিনিস। আমি প্রবাসীদের দেখেছি তারা সব পত্রিকা পড়ার জন্য ই-মেলা ব্যবহার করে । এজন্য হকার হতে পারে ১ নম্বর সাইট।
অনেক ধন্যবাদ। অপেক্ষায় রইলাম।
ডিয়ার কোডার ভাই;
আচ্ছালামু আলাইকুম! ব্রাভো, ওয়েল ডান ভাই;
জটিল হইছে.. কিন্তু আসতে একটু দেরি হয়। এটা কি কোন সমস্যা??
প্রজন্ম.কম এ হকার সার্ভিস চালু হল। কি নামটা খুব বিদঘুটে লাগছে? কিন্তু আমার খুব মজা লাগছে। সকাল বেলা পত্রিকা নিয়ে দৌড়ে আসে কে? সে তো হকারই নাকি?
যেখান থেকে শুরু:
অনেক দিন থেকেই ইচ্ছে ছিল লাইটবক্স/গ্রেবক্স ইত্যাদি ব্যবহার করে একটা এপ্লিকেশন বানানোর। কালকে নেট খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম একটা ছোট স্ক্রিপ্ট। বেশ ভাল লাগল। ভাবলাব এটা দিয়েই একটা কাজ করি। কাজও হবে, শেখাটাও হবে। এরপর শুরু করলাম। প্রথমে ম্যানুয়ালী লিংকযুক্ত করলাম। তখন সেভারাস অনেক কাজ করে দিয়েছে। লিংকগুলো সেই সংগ্রহ করেছে।পরে ভাবলাব একটু এজাক্স ব্যবহার করি। ইদানিং আবার এজাক্স ছাড়া ভাল লাগে না। তাই farnar.com এর এজাক্স ট্যাব টা কে চুরি
করলাম। কোন ডকুমেন্টেশন না থাকায় কয়েক ঘন্টার চেষ্টায় এটাকে সাইজে আনলাম। সবশেষে হয়েছে।
। একটা কন্ট্রোল প্যানেল তৈরি করলাম। যেখান থেকে লিংক যুক্ত করা যাবে । http://hawker.projanmo.com/admin
তাহলে এখনই দেখুন: http://hawker.projanmo.com । এখান থেকে সবগুলো পত্রিকা পড়া যাবে। আমাদের সাইট ত্যাগ করতে হবে না। পপ-আপ (গতানুগতিক পপ-আপ নয়) এর মাধ্যমে সাইটটি চালু হবে। ক্লোজ বাটনে ক্লিক করে আবার অন্য পত্রিকা পড়তে পারবেন।
প্রথমেই ইচ্ছা না থাকলেও এখন মনে হচ্ছে একটা বড় সংগ্রহ শালা তৈরি করা যায় দেশে বিদেশের বিভিন্ন বিখ্যাত পত্রিকার। তবে আপনাদের পরামর্শ চাই।
বিশেষ কৃতজ্ঞতা সেভারাসের প্রতি। প্রায় সবগুলো লিংক সে ই যুক্ত করেছে। তাকে + রেপু দেন;q। আর আপনাদের প্রতিও অনুরোধ লিংক যুক্ত করতে সাহায্য করুন।
। http://hawker.projanmo.com/admin
এই লিংকে দেখলাম "যুগান্তর" পত্রিকাটি দু'বার দেওয়া আছে। এবং আরো ২/৩ টি পত্রিকাতে ক্লিক করলে তা ওপেন হয়না।
ফিচারঃ
কিবোর্ড ফোকাসটা লাইটবক্সের মানে পত্রিকার পৃষ্ঠাতে পেলে ভালো হয়।
বুঝলাম না।
যেসকল পত্রিকা ওপেন হয় না, ওগুলোর নিজেদের সমস্যা
আমিও জানিনা। এটা ঐ স্ক্রিপ্টের ব্যাপার। স্ক্রিপ্টে এ সুবিধা আছে কিনা জানিনা। তবে একবার ক্লিক করার পর তো কীবোর্ড কাজ করে।
তাহলে এখনই দেখুন: http://hawker.projanmo.com । এখান থেকে সবগুলো পত্রিকা পড়া যাবে। আমাদের সাইট ত্যাগ করতে হবে না। পপ-আপ (গতানুগতিক পপ-আপ নয়) এর মাধ্যমে সাইটটি চালু হবে। ক্লোজ বাটনে ক্লিক করে আবার অন্য পত্রিকা পড়তে পারবেন।
খুব ভালো লাগলো জিনিসটা দেখে
হ্যা। একসাথে (projanmo.com) প্রজন্মতে সব পাওয়া যাবে।
ভালইতো।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » হোমপেজ নোটিশ » হকার সার্ভিস
০.০৮৬৩১০৮৬৩৪৯৪৮৭৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৪৯৭৮৯৫৭৯৪০৮৫ টি কোয়েরী চলেছে