Re: আসুন অন্যদেরকেও ফোরামে আমন্ত্রণ জানাই
গতকাল একটা আপুকে এখানে রেজি করাইছি
শুধু রেজি করাইলেই হবে না। দেখতে হবে নিয়মিত হয় নাকি:P
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » আসুন অন্যদেরকেও ফোরামে আমন্ত্রণ জানাই
গতকাল একটা আপুকে এখানে রেজি করাইছি
শুধু রেজি করাইলেই হবে না। দেখতে হবে নিয়মিত হয় নাকি:P
আসলে আমরা চাই কিছু ভাল লেখা। যার মাধ্যমে আমরা কিছু জানতে পারব। আর এ কারনে প্রয়োজন নতুন সদস্য। তাই নিজেদের প্রয়োজনে না একটু ঢাক পেটালাম তাতে কি আসে যায়।
রুমন লিখেছেন:যারা বাংলা একদমই লিখতে পারেন না তাদের জন্যে ফোনেটিক ব্যবহারের চেয়ে অভ্র বরং বেশি সোজা হয়। এইজন্যে সাথে অভ্রের লিঙ্ক দিয়ে দেওয়া যেতে পারে।
অভ্রর ফনেটিক কিন্তু সবচেয়ে সহজ মনে হয় ।।
১০০% সহমত ...
ফোরামে সত্যি নতুন সদস্য দরকার।
ফোরামের অতি নিয়োমিত বা রেগুলার সদস্যরা কেন নিয়োমিত হতে পারছেনা, আজ এই আসরের সদস্য ৬০১ অথত পুরাতন দের উপস্থিতি নেই, বিশেষত শুভ্র, মাসুদ, লতা সহ অনেক ভালো ভালো সদস্য হঠাৎ করে অনুপস্থিত। এর কারন গুলো বের করে তার সমাধান করা জরুরী। তার পরই আসুন অন্যদেরকেও ফোরামে আমন্ত্রণ জানাই ।
মানচুমাহারা লিখেছেন:গতকাল একটা আপুকে এখানে রেজি করাইছি
শুধু রেজি করাইলেই হবে না। দেখতে হবে নিয়মিত হয় নাকি:P
মনে হচ্ছে আমাদের তাহলে একটা টাস্কফোর্স বানাতে হবে, যাদের কাজ হবে সদস্যদদের নিয়মিত পোস্ট করতে বাধ্য করা !! হেহ হেহ, এজন্য ফোরামীয় আইন/ বিধিমালা থাকতে পারে
ফোরামটা সত্যই আকর্ষনীয় হলে স্বয়ংক্রিয় ভাবেই সকলে এতে আসবেন। আইন করে সেটা করা যাবে না, বরং ভালো ভালো পোস্ট করে সেটা অর্জন করা যেতে পারে .. ...
ফোরামটা সত্যই আকর্ষনীয় হলে স্বয়ংক্রিয় ভাবেই সকলে এতে আসবেন। আইন করে সেটা করা যাবে না, বরং ভালো ভালো পোস্ট করে সেটা অর্জন করা যেতে পারে .. ...
১০০% একমত।
বাংলা ফোরামগুলোতে সদস্যসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ার মূল কারণ বাংলা লেখার প্রতি মানুষের ভীতি... অভ্র কী-বোর্ড আসার পর বাংলা লেখা আগের চেয়ে অনেক সহজ হয়েছে কিন্তু অভ্র এখনো বিজয়ের মতন তেমন ব্যাপকভাবে প্রচলিত হয়নি।
তাই সবাই মিলে অভ্রের প্রচার বৃদ্ধি করুন... অভ্র ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে বাংলা ফোরামগুলোর সদস্য সংখ্যাও বাড়বে
বাংলা ফোরামগুলোতে সদস্যসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ার মূল কারণ বাংলা লেখার প্রতি মানুষের ভীতি... অভ্র কী-বোর্ড আসার পর বাংলা লেখা আগের চেয়ে অনেক সহজ হয়েছে কিন্তু অভ্র এখনো বিজয়ের মতন তেমন ব্যাপকভাবে প্রচলিত হয়নি।
তাই সবাই মিলে অভ্রের প্রচার বৃদ্ধি করুন... অভ্র ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে বাংলা ফোরামগুলোর সদস্য সংখ্যাও বাড়বে
বাংলা ফোরামগুলোতে সদস্যসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ার মূল কারণ বাংলা লেখার প্রতি মানুষের ভীতি... অভ্র কী-বোর্ড আসার পর বাংলা লেখা আগের চেয়ে অনেক সহজ হয়েছে কিন্তু অভ্র এখনো বিজয়ের মতন তেমন ব্যাপকভাবে প্রচলিত হয়নি।
তাই সবাই মিলে অভ্রের প্রচার বৃদ্ধি করুন... অভ্র ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে বাংলা ফোরামগুলোর সদস্য সংখ্যাও বাড়বে
সহমত "বাংলা লেখার প্রতি মানুষের ভীতি" আর অনেকে আবার বাংলায় কথা বলতে বা লিখতে ইতস্তত বোধ করে................।
প্রচার করার ভালো একটা আইডিয়া। আমি আছি সবার সাথে।
প্রিয় সদস্যবৃন্দ,
সমমনা ফোরামিস্টের অংশগ্রহন বৃদ্ধি হলেই আপনার পছন্দের শাখায় পোস্ট এবং প্রাণবন্ত আলোচনা বাড়বে। তাই, পরিচিত সমমনাগণকে আমন্ত্রণ করুন ফোরামে।
জনপ্রিয় ভুত থেকে ভুতে পদ্ধতিতে প্রতিজন তাঁর পরিচিত ৫ জনকে মেইল করে এই আমন্ত্রণপত্রটি (নিচে দেয়া জে.পি.জি ছবির ফরম্যাটে) পাঠিয়ে দেই এবং অনুরোধ করি, যে-ই এটা পাবেন, আরো পাঁচজন বন্ধু/সমমনাকে পাঠিয়ে দেবেন। এভাবে ছড়িয়ে পড়তে থাকবে।
এছাড়াও আপনি ইচ্ছা করলে এটার একটি বা কয়েকটি প্রিন্ট নিয়ে, বন্ধু এবং সমমনা সকলে দেখবে এমন জায়গায় লাগিয়ে দিতে পারেন।
শুভেচ্ছান্তে,
আমরা সবাই।
খুব ভালো একটা মারকেটিং আইডিয়া ।।(y)
আমি আমার কিছু বন্ধুকে এই সাইট visit করার আমন্ত্রণ জানিয়েছি।
আসসালামু আলাইকুম।
সবাইকে শুভেচ্ছা।
ভাল লাগছে, চমৎকার এই সাইটটির একজন হতে পেরে। গর্ব অনুভব করি বাংলা নির্ভর সাইটটির জন্য। অবশ্যই চেষ্ঠা থাকবে এই সাইটটির সদস্য সংখ্যা বাড়ানোর।
কোথায় গেলে পাবো তারে? ডাকবো এ প্রজন্মতে! আসবে হেসে লিখবে শেষে মনে যত ছন্দপতন! আসবে কি আসবে না সে ভয়ে বলি না, সবাই যে একইমনা হবে কি হবে না?
প্রজন্মের জন্য একটা জোসস দেখে গ্রাফিক্যাল এড বানাতে হবে যেটা দেখলেই ক্লিক করতে ইচ্ছা করবে!আমি কারো উপরে বলছি না,আমার আইডিয়াটা একটা সংযুক্তি মাত্র!আমি খেয়াল করেছি যে এধরনের সাইটে আমি বেশি ক্লিক করি।ফেসবুকের পাশে এড দেওয়াটাই সব চেয়ে বুদ্ধিমানের কাজ হবে।
ব্যাপার কী শামীম ভাই? নিজেদের ঢাক নিজেদেরই পিটাতে হবে বলে মনে হচ্ছে!=)) '
নিজেদের ঢাক নিজেদেরই পিটাতে হয়, অন্যদের পিটাতে দিলে হয় কম পিটায় অথবা বেশী পিটিয়ে ফাটিয়ে ফেলে।
আসুন আমরা সবাই নিয়ন্ত্রকদের সমতালে আমাদের ঢাক আমরাই পিটাই ।
অন্যদের পিটাতে দিলে হয় কম পিটায় অথবা বেশী পিটিয়ে ফাটিয়ে ফেলে।
দারুণ বলেছেন ভাই।
তানজিনা লিখেছেন:[তবে আমিও ব্যাপারটাকে আরেকটু বিস্তার করতে চাই। গত সপ্তাহে আমার এক বান্ধবীর সাথে চ্যাট করার সময় ফোরামের ঠিকানা নিলাম। ও বলল, মজা পাইছে। সদস্যও হইছে। বুঝতে পরলাম, আসলে অনেকে এরকম যে একটা ফোরাম আছে সে ব্যাপারটাই আমি জানি না। তাই একটু জানা।
আরেকটা ব্যাপার হল, এর আগে যখনই কোন পেপারে ফোরামের খবর গেছে, ভিজিটর এবং সদস্য বেড়েছে... তারপর আবার নাই। ফোরামে কথাবার্তা, ঝগড়াঝাগি করা ছাড়া কিছু করার নাই। আরো বেশি কিছু রাখলে ফোরামে সদস্য বেশি থাকতো।
আপু, আমি না হয়ে তারা হবে।:)
হ্যা আমি এন.এস.ইউ তে অনেক গল্প.নেট এর বিজ্ঞাপন দেখতে পেয়েছি। আশা করি কিছুদিন পর আমরা জায়গায় জায়গায় প্রজন্ম ফোরামের বিজ্ঞাপন দেখতে পারবো:)
ঐটা যখন দেখলা তখন এইটা লাগাও না কেন?
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » আসুন অন্যদেরকেও ফোরামে আমন্ত্রণ জানাই
০.১০৯২৯৮৯৪৪৪৭৩২৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৮.০৮৭৪২৬৮৯৯৮৯৬ টি কোয়েরী চলেছে