টপিকঃ প্রজন্ম পোর্টাল
অনেক আগে ফোরামের হোমপেজ তৈরি করা হয়েছিল। কিন্তু ডেটাবেজ পারফরমেন্স খারাপ থাকায় সেটা বাদ দেয়া হয়েছিল। আজকে থেকে সেটা আবার চালু হল। তবে আগের চেয়ে অন্তত ৫০০% অপটিমাইজড। সাথে আছে আরও নতুন নতুন ফিচার। সামনে আসবে আরও (আপনাদের মতামতের ভিত্তিতে)।
এখনই ব্রাউজ করুন: http://forum.projanmo.com/portal.php । মেনুবারে পোর্টাল নামে একটা লিঙ্ক পাবেন।
এখন যে সুবিধাগুলো আছে:
১. হট (গরম) টপিক। যে টপিক সবচেয়ে বেশি উত্তর রয়েছে। তবে ১ মাসের আগের টপিক এবং নোটিশবোর্ড , মডারেশনবোর্ড সহ কয়েকটি বিভাগকে বাদ দেয়া হয়েছে।
২. ফোরামের ওভারবিউ; কিছু পরিসংখ্যান।
৩. সর্বোচ্চ পোস্টকারী ১০জন।
৪. সর্বোচ্চ সম্মাননা ১০ জন।
৫. নোটিশ
৬. সাম্প্রতিক টপিকসমূহ
৭. সাম্প্রতিক পোস্টসমূহ
৮. টপ রেটেড টপিক
৯. জনপ্রিয় টপিক। সবচেয়ে বেশি দেখা হয়েছে এরকম টপিক।
আশা করি আপনাদের কাজে আসবে এবং ভাল লাগবে।
কৃতজ্ঞতা:
স্বপ্নচারী
শিপলু
মতামত চাই:
পোর্টালকে এভাবেই রাখব নাকি আগের মত একেবারে হোমপেজ করে দিলে সবার সুবিধা হবে?
what to do?