টপিকঃ লজিক ৫
ছয় বন্ধু মিলে সেন্ট মারটিন্স যাচ্ছি। টেকনাফ থেকে উঠলাম সী-ট্রাকে । টিকেট কেটেছিলাম সাধারন শ্রেণীর এবং আমাদের বসার স্থান ছিলো নিচে। সী-ট্রাক ছাড়ার পর অন্য সবার মত আমি আর বন্ধুবর পল গিয়ে দাড়ালাম তিনতলার বারান্দায় এবং বাইরের দৃশ্য উপভোগ করতে শুরু করলাম। একটু পরেই পাশের শোভন শ্রেণীতে বসা এক আন্টি তার ঘন্টি বাজিয়ে বললো,
আন্টিঃ এই ছেলেরা জানালার কাছ থেকে সরে দাড়াও। (বিরক্ত হয়ে পাশের আন্টিকে) দেখেছেন, কোন সিসটেম নাই। নিচের মানুষ কেন যে উপরে আসে বুঝিনা।
এই কথা শুনে আমাদের দুই জনেরই মেজাজ গেলো খারাপ হয়ে। কারন সী-ট্রাকের কোথাও লেখা নেই যে নিচের যাত্রী উপরে উঠতে পারবেনা।
পলস্ঃ (শোনায় শোনায়) বুচ্ছস আসাদ, নতুন বৈরাগী আইসে।
আমিঃ (বলার মতো কিসু খুজে পেলামনা)
ঠিক তখন আরেক বন্ধুবর তুষার এর আগমন। (তুষার ওরফে বেবো)
বেবোঃ কিরে মেজাজ খারাপ নাকি?
তখন ঘটনা বলা হলো এবং সব শুনে বেবো আন্টিকে শোনায় শোনায় বললো,
বেবোঃ নিয়ম অনুযায়ী নিচের মানুষ যদি উপরে না আসতে পারে, তাহলে উপরের মানুষও নিচে যেতে পারবেনা। ঘাটে ভেরার পর তখন দেখবো, যারা এইসব কথা বলে তারা পাড়ে কিভাবে নামে।
** উল্লেখ্য যে, সী-ট্রাক হতে পাড়ে নামার ব্যবস্থা নিচেই থাকে।
**এত বাজে একটা লেখা আমি ক্যামনে লিখলাম আল্লাই জানে। ভয়াবহ বাজে হয়েছে। কিন্তু কি আর করার। লজিক সিরিজের অংশ হিসেবে পোস্টাইলাম। মাইন্ড খাইয়েন না। গালি দিয়েন না। ঝারী মারলে কিন্তুক আমি লাগ কলবো