টপিকঃ প্রজন্ম পোর্টাল

Re: প্রজন্ম পোর্টাল

আগের মত হোমপেজ করে দিলেই ভাল হবে:)

সর্বশেষ সম্পাদনা করেছেন সেভারাস (২৫-০৯-২০০৭ ২১:৩৫)

Re: প্রজন্ম পোর্টাল

Re: প্রজন্ম পোর্টাল

আমারো আগের হোম পেজটা বেশ পছন্দের ছিলো। পোর্টারলে চেয়ে যদি হোম পেজে বানানো যায় এবং এতে যদি সময় আগের মতো লাগে লোড হতে তাহলে হোম পেইজ বেশি ভালো হবে বলে আমি মনে করি।

গরম শব্দটা ব্যবহার না করে অন্য কিছু কি করা যায় না:rolleyes:।

Re: প্রজন্ম পোর্টাল

হ্যা আমিও নতুন সদস্য অমিক্রনে ক্লিক করেছিলাম। "..... সঠিক নয়" এরকম কিজানি দেখায়

Re: প্রজন্ম পোর্টাল

এ সমস্যা সমাধান করা হয়েছে।(y)

ধন্যবাদ।

Re: প্রজন্ম পোর্টাল

হোমপেজ বানিয়ে দেয়া হল। কেউ কোন সমস্যা পেলে অনুগ্রহ করে জানাবেন।

Re: প্রজন্ম পোর্টাল

ওরেব্বাবস্‌!!! এ কি হয়ে গেল!?
বেশ পরিবর্তন!

বিভিন্ন সমস্যা এবং ব্যস্ততার কারনে বেশ কয়েকদিন অনলাইন হতে পারিনি! তারওপর এখানের ডায়ালআপের এমন কঠিন অবস্থা... বসতেই ইচ্ছা করে না।

বেশ ভালো লাগলো, তবে কেমন যেন একটু হিজি বিজি হয়ে আছে!

______________________
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।

Re: প্রজন্ম পোর্টাল

ফোরামের সাম্প্রতিক পোষ্টগুলো হোম পেজের সাম্প্রতিক পোষ্ট সমুহের মধ্যে আপডেট হইতে দেরি হয়। এটা কি এমনই নাকি কোন সমস্যা??

১০

Re: প্রজন্ম পোর্টাল

১১

Re: প্রজন্ম পোর্টাল

১২

Re: প্রজন্ম পোর্টাল

এই দুইটা কোনটিই ভাল হবে মনে হয়না। ১১ নম্বরটি করা তো মোটেই ঠিক হবে না। সবাই কি বলেন?

১৩

Re: প্রজন্ম পোর্টাল

১৪

Re: প্রজন্ম পোর্টাল

১৫

Re: প্রজন্ম পোর্টাল

আচ্ছা আউল ভাই, আপনি কি মনে করেন যে "-" রেপুটেশন বিনা কারণেই দেয়া হয় সব সময়? নিশ্চয় তা নয়! অনেক সময় অনেকেই এমন পোস্ট করে যা অন্যের গায়ে লাগতে পারে। তখন সে "-" রেপুটেশন দেয়। যেমন মাঝে মাঝে দেখা যায় পোস্ট সংখ্যা বৃদ্ধির জন্য কেউ কেউ আর কিছু না পেরে সংবাদপত্র থেকে একের পর এক সংবাদ পোস্ট করে থাকে। এতে কিন্তু অনেকেরই খারাপ লাগতে পারে। শুধু মাত্র পোস্ট সংখ্যা বৃদ্ধির জন্য এমন করলে "-" রেপুটেশন তো দেয়াই যায়। এখানে সংশোধিত তো যাকে"-" দেয়া হয়েছে তার হওয়া উচিত।

১৬

Re: প্রজন্ম পোর্টাল