টপিকঃ বিজ্ঞানের অভিশাপ- পারমাণবিক বোমা
১৯০৫ সালে বিজ্ঞানী আলবার্ট আইনষ্টাইন তার আপেক্ষিক সূত্র ভর ও শক্তির মধ্যকার সম্পর্কটিকে প্রকাশকরলো এভাবে : E=mc2অর্থাৎ খুব অল্প পরিমান পদার্থ থেকে বিপুল পরিমান শক্তি পাওয়া সম্ভব। ১৯০৯ সালে বিজ্ঞানী আর্নেষ্ট রাদারফোর্ড অনুর নিউক্লিয়াস আবিস্কার করেন, এর পর ১৯৩৯ সালে িবজ্ঞানী ফ্রিৎজষ্ট্রসম্যান এবং অটোহ্যান আবিস্কার করলেন, ইউরেনিয়াম অনুকে দুই ভাগে ভেঙ্গে শক্তি উৎপন্ন করা সম্ভব, পরবর্তী সময়ে বিজ্ঞানী লিস মিটনার এবং বিজ্ঞানী অটো রবার্ট ফ্রিৎস এই পদ্ধতিটি ভালোভাবে ব্যাখ্যা করেন। অতঃপর ধারাবাহিক আবিস্কার, গবেষনা, পরীক্ষা-নিরীক্ষার মাধথ্যমে মানুষের হাতের মুঠোয় এলো আনবিক শক্তি, তৈরী করা হলো বিদ্যৎ, তৈরী হলো পারমাণবিক বোমা।এর ফরে পৃথিবী আজ দু'ভাবে বিভক্ত শোষক এবং শোষিত।