টপিকঃ মাতৃদুগ্ধ উত্তম নয়!
শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই। অতি প্রচলিত ও গুরুত্বপূর্ণ এ কথাকে যথার্থ নয় বলে দাবি করেছেন বৃটেনের একদল গবেষক। তাদের দাবি, ছয় মাস বয়স পর্যন্ত শুধু বুকের দুধ পানে ভবিষ্যতে শিশুর স্বাস্থ্যগত কিছু সমস্যা হতে পারে। তবে তাদের এ গবেষণাকে শিশুখাদ্য প্রস্তুতকারক কোম্পানিগুলোর দ্বারা প্রভাবিত বলে মন্তব্য করেছেন আরেক বিশেষজ্ঞ। বৃটেনের দৈনিক দ্য সান জানায়, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ-এর একজন শিশু বিশেষজ্ঞের নেতৃত্বে একটি দল মাতৃদুগ্ধ নিয়ে গবেষণা করেন। তাদের মতে, ৬ মাস পর্যন্ত শিশুকে অন্য কোন খাদ্য না দিয়ে শুধুমাত্র বুকের দুধ পান করালে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন-আয়রনের ঘাটতি, এ্যালার্জি ইত্যাদি। তাদের মতে, এ সময়ের মধ্যেই একটু কঠিন খাদ্যে শিশুদের অভ্যস্ত করা উচিত। নইলে পরবর্তীতে শাক-সবজি খাবার বেলায় তাদের অনীহা দেখা দিতে পারে। ৪-৬ মাসের মধ্যেই বুকের দুধের পাশাপাশি একটু কঠিন খাদ্যে তাদের অভ্যস্ত করতে হবে। বিশ্ব খাদ্য সংস্থার মতে, শিশুদের ৬ মাস বয়স পর্যন্ত শুধু মাতৃদুগ্ধ পান করতে হবে। যা তাদের ভবিষ্যৎ স্বাস্থ্য, বুদ্ধিমত্তা বিনির্মাণে আবশ্যক। সামপ্রতিক এ গবেষণার বিরোধিতা করে বৃটেনের রয়্যাল কলেজ অব মিডওয়াইফ-এর জ্যানেট ফাইল বলেন, এ গবেষণাকে আমলে নেয়া উচিত হবে না। তিনি এ গবেষণাকে শিশু খাদ্য প্রস্তুতকারক কোম্পানিগুলোর পরামর্শে তৈরি বলেও মন্তব্য করেন। কেননা বৃটেনে শিশুর ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ পানের ওপর অতি গুরুত্ব আরোপ করায় এসব কোম্পানির ব্যবসা কমে গেছে।