Re: রাশিয়ায় পড়াশোনা ও বৃত্তি
I am on the way of russia. sobai doa korben. ekhon dubai airport.
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » রাশিয়ায় পড়াশোনা ও বৃত্তি
I am on the way of russia. sobai doa korben. ekhon dubai airport.
বাবু ভাই; আমি তো করছিই, সেই সঙ্গে প্রজন্মের সবাই আপনার জন্য দোয়া করবে; আপনাকে যেনো রব্বানা সুবহানাহুওয়াতায়ালা ছহি ছালামতে রাখেন এবং আপনার মঞ্জিলে মকসুদে যেন আপনি পৌঁছতে পারেন সেই কামনাই রইবে আজ, আগামীকাল এবং সর্বদা;
রবকে চিনবার যায়গা হলো প্রবাস; যখন একাকীত্ব জ্বালাবে তখন উনার নাম জপবেন এবং উনার মেছেজ পড়বেন দি বেষ্ট গ্রন্থ দি বেষ্ট কিতাব এই ধরার বুকে পৃথিবীর শেষ হওয়া পর্যন্ত যেটা বেষ্ট রইবে যেটা নিয়ে উনি জিন এবং ইনসানকে চ্যালেন্জ করেছেন যে আমরা যদি পারি জিন এবং ইনসান সন্মিলিত ভাবে এমন একটা কিতাব (কুরআন) রচনা করতে;
আল্লাহ হাফেজ;
প্র্রজন্মের সদস্য/সদস্যদের প্রতি; উনার নাম নেবার কারণে আমাকে নিজামী ফলোয়ার টলোয়ার ভাববেন না; একটা বিষয় আশ্চর্য লাগে যে আমাদের ভাইরা এমন পরিবার থেকে পারিবারিক সুত্রে বেষ্ট ব্লেসিং বা বড় নেয়ামত ঈমানদারের পরিবারে জন্ম নিয়েও বেষ্ট বুকটাকে ছুঁয়েও দেখে না ভাবে কি ওটা মুল্লাদের জন্য রব্বানা বানিয়েছেন বা ওটা নিজামীদের জন্য; নো দ্যাটছ দি রং কনসেপসান; ইউসুফ ইসলামের নাম সবার জানা বর্তমান বিশ্বে, যিনি ছিলেন ক্রিশ্চান পাদ্রী এবং একজন ইজিপশিয়ানকে ক্রিষ্ট ধর্ম গ্রহন করার জন্য আহবান করতে গিয়ে নিজেই ইসলামে প্রবেশ করেছেন এবং গত ১৫ বছর ধরে এই ইসলামের ওপর প্রিচিং করে যাচ্ছেন; ইসলাম যে কতো বড় ব্লেসেড ধর্ম তা নিয়ে উনার বক্তব্য রমাজানের শুরুতে উনার দোহাকাতার সফর থেকেও জেনেছি; তাই বলছি কি আমরা উত্তরাধিকার সুত্রে এই নেয়ামতটি পেয়ে এটাকে এমনভাবে পশ্চাদ পিঠ দেখিয়ে রেখেছি যে আমাদের কোন অবদানই নেই আমাদের রুট যেটা তার জন্য; যারা অন্য ধর্ম থেকে ইসলামে প্রবেশ করছেন তাঁরাই বেশী অবদান রাখছেন এক্ষেত্রে।
মাতৃভুমির কোন বিকল্প নাই; এক ফিলিপিনী বন্ধুও বলেছিল "নিজু, দেয়ার ইজ নো প্লেস লাইক হোম"- মানি সে কথা; দু বছর পার করার পরে যখন ছুটির প্লানিং করি তখন মাস খানেক তো ঘুমই হয় না দেশে গিয়ে কিভাবে কোথায় সময় কাটাবো তার জল্পনা-কল্পনা নিয়ে; একই সাথে বাস্তবতার কথাও হাড়ে হাড়ে টের পেয়েছি এই প্রবাসে এসে; জন্মভুমিতে সুন্দর সময় কাটানোর জন্যও দরকার হয় টাকার অঙ্ক কতো রয়েছে এ্যাকাউন্টে (দেশে) তার হিসেব কষার কারণ দ্রব্যমূল্যের উর্ধগতি (গরুর মাংস ২৫০, চিংড়ি ৫০০/৬০০, রূপচান্দা ৪৫০, তরকারী ৪০-৫০ টাকা) এইসব যখন সবার বলাবলি করে তখন সেন্টিমেন্টাল পোলা থেকে প্রাকটিক্যাল পোলা হতে বাধ্য হই,
পদ্মা আমার মা গঙ্গা আমার মা, ও আমার দুই ধারে দুই জলের ধারা মেঘনা যমুনা মেঘন যমুনা গাইতে বহুত মজা লাগতো এক সময়; সেই মাতৃভুমির টান তো সবার আছে, তবে সবচেয়ে বেশী উপলবব্ধি তাঁদের যারা মায়ের কোল ছেড়ে এই তিক্ত প্রবাসের মাটিতে পাড়ি জমিয়েছেন তাঁদের;
হাঙ্গরিকোডার লিখেছেন:আমার এক বন্ধু স্কলারশীপ নিয়ে এখন রাশিয়ায় আছে। শালা একটা গুরু। ফোরামে নাকি সে কিছুই বোঝে না। বহুবার আনতে বৃথা চেষ্টা করলাম। সে আসলেওতো একটা লাভ হতো। কিভাবে বৃত্তিটা চুকাইল জানা যেত। দেখি আরও একবার চেষ্টা করে।
অফ টপিক:
গুরুকে 'শালা' বলে ডাকাডাকি করা খুবই অন্যায় কাজ।
খুবি অন্যায় কাজ............
Masters লেভেলে cse তে পরতে চাই রাশিয়াতে। খরচ কেমন।
নিজের খরচ নিজে চালাতে পারবতো? পড়া শেষে চাকরি করা যাবেকিনা?
Masters লেভেলে cse তে পরতে চাই রাশিয়াতে। খরচ কেমন।
নিজের খরচ নিজে চালাতে পারবতো? পড়া শেষে চাকরি করা যাবেকিনা?
ভাই কিছু মনে করবেন না, আপনি দেখি সব দেশেই যেতে চাচ্ছেন? আপনি যে কোন একটা দেশ বেছে নিন। যেমন আমি দৃঢ় ভাবে চেয়েছিলাম অস্ট্রেলিয়ায় আসবো তাই আমি দেশে কোতাও ভর্তি হইনি এবং আর্লাহর রহমতে আমি ভিসা পেয়ে চলে আসছি। আপনি ভাই আগে কোন দেশে যাবেন তা সিলেক্ট করুন এবং সুবিধা অসুবিধা জানুন।
pathfinder লিখেছেন:Masters লেভেলে cse তে পরতে চাই রাশিয়াতে। খরচ কেমন।
নিজের খরচ নিজে চালাতে পারবতো? পড়া শেষে চাকরি করা যাবেকিনা?ভাই কিছু মনে করবেন না, আপনি দেখি সব দেশেই যেতে চাচ্ছেন? আপনি যে কোন একটা দেশ বেছে নিন। যেমন আমি দৃঢ় ভাবে চেয়েছিলাম অস্ট্রেলিয়ায় আসবো তাই আমি দেশে কোতাও ভর্তি হইনি এবং আর্লাহর রহমতে আমি ভিসা পেয়ে চলে আসছি। আপনি ভাই আগে কোন দেশে যাবেন তা সিলেক্ট করুন এবং সুবিধা অসুবিধা জানুন।
সামিউল ভাই জটিল লিখছেন;D;D আমিও ধাধায় পরে গেছিলাম তাকে কোন দেশের পরামর্শ দিব তা নিয়ে:-?
আমার ক্ষেত্রে আমি বলবো-
আর যাই কন, মাতৃভুমি হইলো মাতৃভুমি, এইটার কোন বিকল্প নাই @ মিজান ভাই।
চমৎকার বলেছেন সুমন ভাই(y)(y)
Russian govt every give some scholarships at bachelor and postgraduate level for BD students.You can check for them at education ministry's website...
আমি আগে রাশিয়ান কালচারাল সেন্টারে গিয়েছিলাম তারা আমাকে বলেছ আমি নিশ্চিত বৃত্তি পাব এবং সেখানে গেয়ে আমাকে মাসে সর্বনিম্ন ৫০ ডলার করে মাসিক বৃত্তি দিবে।পড়ালেখার জন্য জায়গাটি ভাল এবং মস্কোতেই বৃত্তি নিয়ে পড়া যায়।
@ বাবু ভাই , germany এর university তে কি এখন tution ফী ফ্রী ? নাকি সিস্টেম change হইচে ? দয়া করে জানাবেন . আর germany যাওয়ার process টাও জানাবেন.
ধন্যবাদ
প্রজন্ম ফোরাম » পড়াশোনা » উচ্চশিক্ষা ও কর্মজীবন » রাশিয়ায় পড়াশোনা ও বৃত্তি
০.০৫৪৩২২০০৪৩১৮২৩৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.১৯৮১১৬৫৯৭৮৩৩ টি কোয়েরী চলেছে