Re: ফটোগ্রাফি টিপস
স্টিকি করা টপিক কিন্তু বর্তমানে "যায়যায় দিনের" ছবি গুলো আর দেখা যাচ্ছে না তাই টিউটো গুলি ঠিক বুঝতে পারছিনা। ছবিগুলি কি রি-আপলোড করা যায় ?
খুব ভালো হয় এই কাজ টা করলে কিন্তু মনে হয় সম্ভব না
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » ফটোগ্রাফি টিপস
স্টিকি করা টপিক কিন্তু বর্তমানে "যায়যায় দিনের" ছবি গুলো আর দেখা যাচ্ছে না তাই টিউটো গুলি ঠিক বুঝতে পারছিনা। ছবিগুলি কি রি-আপলোড করা যায় ?
খুব ভালো হয় এই কাজ টা করলে কিন্তু মনে হয় সম্ভব না
HDR এর জন্য Photomatix নামে একটা সফট এর খোঁজ পেলাম। এর কাছাকাছি কোন ওপেন সোর্স সফট আছে কি?
Aperture & ISO সম্পর্কে বিস্তারিত জানতে চাই! বাংলায় না হলে বুঝব না। ইংলিশে বুঝি নাই
Aperture & ISO সম্পর্কে বিস্তারিত জানতে চাই!
বাংলায় না হলে বুঝব না। ইংলিশে বুঝি নাই
বাংলা/ ইংরেজিতে লিখে এইসব জিনিস বুঝানু অনেক কষ্ট।
নিজে কষ্ট করে লিখলাম না আর, http://www.somewhereinblog.net/blog/newaveblog/29262528
এটা পড়বেন আর http://www.somewhereinblog.net/blog/newaveblog/29260352 এটা পড়বেন। আশা করি কাজ হবে।
ফোরামের ক্ষমতাব্যান লোকেরা কয় । বসে বসে আর দেখতে পারছি না ।
Aperture & ISO সম্পর্কে বিস্তারিত জানতে চাই!
বাংলায় না হলে বুঝব না। ইংলিশে বুঝি নাই
এপার্টচার
লাইট কতটুক ঢুকবে নিয়ন্ত্রন করে।
আর ISO হল, লাইট কতক্ষন ঢুকবে তা নিয়ন্ত্রন করে।
আর ISO হল, লাইট কতক্ষন ঢুকবে তা নিয়ন্ত্রন করে।
শাটার স্পীড নিয়ন্ত্রন করে লাইট কতক্ষন ঢুকবে, ISO না।
ISO এর প্রধান কাজ হলো, লাইট এনহান্স করা। আইএসও যত কম হবে আপনার ক্যামেরার সেন্সরের আলোক সংবেদনশীলতা ততই কম হবে। একই সাথে ছবিতে গ্রেইন তত কম হবে। একেবারে ঘুটঘুটে অন্ধকারে ছবি তোলতে ISO বেশ সহায়ক।
HDR এর জন্য Photomatix নামে একটা সফট এর খোঁজ পেলাম। এর কাছাকাছি কোন ওপেন সোর্স সফট আছে কি?
অনেকদিন আগের পোস্ট, তারপরেও এর উত্তরগুলো ফর রেকর্ড লিখে রাখলাম।
http://photographyforrealestate.net/200 … hotomatix/
http://www.osalt.com/qtpfsgui
যায়যায়দিনে ফটোগ্রাফি টিপস কোন পেজ দেয়।আমি তো খুঁজেই পাই না।
টপিকটা বাম্প করার জন্য দুঃখিত। যদিও স্টিকি করা আছে।
ফ্ল্যাশ এর ব্যবহার সম্পর্কে জানতে চাই। ফুল-অটো, সেমি-অটো, ম্যানুয়াল এগুলোর মধ্যে বিগিনার লেভেল এর জন্য বেটার কোনটা হবে? একটা জায়গায় ফ্ল্যাশ ব্যবহার করা আমার পক্ষে এখনো সম্ভব হয়নি সেটা হলো উপরে সারফেস ছাড়া কোন লোকেশনে ফ্ল্যাশ ব্যবহার। মানে উপরে রিফ্লেক্ট করার মত কিছু নেই, যেমন খোলা মাঠে। কিভাবে এটা করা যেতে পারে?
বিগিনার লেভেল এ কমদামের ম্যানুয়াল ফ্ল্যাশ ই ভালো হবে। বেশী দামী টিটিএল ফ্ল্যাশ এ আসলে অটোমেটিক এক্সপোজার সিলেক্ট করে নেয়। ব্যাপারটা আমার ঠিক পছন্দ না।(ব্যাক্তিগত মতামত। অটোমেটিক যেকোন কিছুই আসলে আমার কেন জানি পছন্দ হয় না। )
আর যখন কোন খোলা মাঠে ফ্ল্যাশ ইউজ করবেন তখন ডিরেক্ট ফ্ল্যাশ ইউজ করতে পারেন ফ্ল্যাশ এর উপরের রিফ্লেক্টর দিয়ে। যেহেতু পিছনে কোন দেয়াল নেই সেহেতু শ্যাডো পরার সম্ভাবনা নেই। আর যদি বাউন্স করতে চান তাহলে সাবজেক্ট এর দিকে মোটামুটি ৪৫ ডিগ্রি কিংবা প্রয়োজন অনুযায়ী বাকা করে নিন। আর সাথে ফ্ল্যাশের উপরের সাদা রঙের কার্ড এর মত বস্তুটাকে (বাউন্স কার্ড) পুরোপুরি বের করে দিন।
TTL, iTTL, eTTL, নিয়ে পড়াশুনা করলাম দুইদিন আগে। পুরোটুকু পড়ার যেটা মনে হয়েছে এইগুলা খুব আহামরি কাজে দিবে না। TTL সাবজেক্টের দূরত্ব মেপে নিয়ে ফ্ল্যাশের সেটিংস করে নেয়। অহেতুক এইটার কোন দরকার নাই, আপনি যখন লাইট বুঝে এপারচার+শাটারস্পিড কন্ট্রোল করতে পারেন, এইটাও আরামসেই পারবেন। অবশ্য আপাতত দৃস্টিতে আমার এতটুকুই মনে হয়েছে।
আমি সম্ভবত TTL ছাড়াই কিনবো। খরচ বাচুক।
ফয়সাল ভাই, কই ??? আপনিও কিছু সাজেশন দিন।
TTL, iTTL, eTTL, নিয়ে পড়াশুনা করলাম দুইদিন আগে। পুরোটুকু পড়ার যেটা মনে হয়েছে এইগুলা খুব আহামরি কাজে দিবে না। TTL সাবজেক্টের দূরত্ব মেপে নিয়ে ফ্ল্যাশের সেটিংস করে নেয়। অহেতুক এইটার কোন দরকার নাই, আপনি যখন লাইট বুঝে এপারচার+শাটারস্পিড কন্ট্রোল করতে পারেন, এইটাও আরামসেই পারবেন। অবশ্য আপাতত দৃস্টিতে আমার এতটুকুই মনে হয়েছে।
আমি সম্ভবত TTL ছাড়াই কিনবো। খরচ বাচুক।
ফয়সাল ভাই, কই ??? আপনিও কিছু সাজেশন দিন।
অটো এক্সপোজার মিটারিং করে ফ্ল্যাশ দিলে নিজের ইচ্ছে মত ছবি আসে না ।
ম্যানুয়াল ফ্ল্যাশ দুইটা কিনেন সাথে ভাল ব্যাটারী আর চার্জার নিয়েন। এনেলুপ ব্যাটারি youngnou ফ্ল্যাশগুলোর ক্যাপাসিটর কে দ্রুত রিচার্জ করে। সাথে চার্জার নেন অনেক ভাল দেখে। আমি কয়েকটা চার্জার কিনে বেশ ভালো ভোগা ভুগেছি পরে Uniross কিনে নিয়েছি। ভালই সার্ভিস দিচ্ছে এখন পর্যন্ত। তবে ব্যাটারী খুব দ্রুত রিচার্জ হয় এবং রিচার্জ কমপ্লিট হলে গরম হয়ে যায়। তাই একটু সাবধানে থাকতে হয়।
অটোমেটিক যেকোন কিছুই আসলে আমার কেন জানি পছন্দ হয় না।
হে হে হে... সেইম হেয়ার ভাই...
যখন কোন খোলা মাঠে ফ্ল্যাশ ইউজ করবেন তখন ডিরেক্ট ফ্ল্যাশ ইউজ করতে পারেন ফ্ল্যাশ এর উপরের রিফ্লেক্টর দিয়ে। যেহেতু পিছনে কোন দেয়াল নেই সেহেতু শ্যাডো পরার সম্ভাবনা নেই। আর যদি বাউন্স করতে চান তাহলে সাবজেক্ট এর দিকে মোটামুটি ৪৫ ডিগ্রি কিংবা প্রয়োজন অনুযায়ী বাকা করে নিন। আর সাথে ফ্ল্যাশের উপরের সাদা রঙের কার্ড এর মত বস্তুটাকে (বাউন্স কার্ড) পুরোপুরি বের করে দিন।
ধন্যবাদ তাহসান ভাই। yongnuo এর ম্যানুয়াল ইউজ করে দেখেছি। আমার মত বিগিনার এর জন্য সুবিধাজনক-ই মনে হয়েছে। দেখি কিনে ফেলবো একটা। আচ্ছা ভাই, চার্জার আর ভালো ব্যাটারি, সব মিলিয়ে কত বাজেট করলে আমি দুটোই ভালো পাবো?
আচ্ছা ভাই, চার্জার আর ভালো ব্যাটারি, সব মিলিয়ে কত বাজেট করলে আমি দুটোই ভালো পাবো?
ফ্লাশ তো মনে হয় ৫,২০০ আর ৬,২০০ তে ২টা আছে। চার্জার আমার একটা আছে, বেশ ভাল সার্ভিস দিচ্ছে প্রায় ৭ বছর ধরে। ব্যাটারী ২টা আছে, আরো ২টা কিনতে হবে।
এনিওয়ে, ব্যাটারী আর চার্জারের জন্য আমার অন্যতম একটা পছন্দ আছে।
Apple Batteries:
৩ জোড়া ব্যাটারী + চার্জার। ব্যাটারী গুলা বেশ ভাল। আপটু ১০ বছর সার্ভিস টাইম। পুরো প্যাকেজের দাম সম্ভবত ২৯০০ টাকা। লিংকটায় ডিটেল আছে।
7 Simple Photography Hacks
বেশ ইন্টারেস্টিং মনে হলো, তাই শেয়ার না করে পারছি না
Aperture & ISO সম্পর্কে বিস্তারিত জানতে চাই!
বাংলায় না হলে বুঝব না। ইংলিশে বুঝি নাই
সাইফ , একদিন বসুন্ধরা আসো , হাতে কলমে সব শিখায় দিব।
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » ফটোগ্রাফি টিপস
০.০৯৬৮০০০৮৮৮৮২৪৪৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৮৪৫০৫৯৮২৮৭২৩ টি কোয়েরী চলেছে