টপিকঃ ওপেন আফিস।

পূর্বে এম.এস অফিস ২০০৩ ব্যাবহার করতাম। কদিন ধরে ল্যাপটপ টা বড় সমস্যা করছে। আজ আবার ফ্যাক্টোরী হতে সব ধুয়ে মুছে পরিস্কার করলাম। এখন ওপেন অফিস নামাচ্ছি। ১৯% নেমেছে। একটু ব্যবহার করে দেখি। মনে হচ্ছে না আমার মন কাড়বে!
নামছে খুব ধীর গতিতে মনেহয়। একটা কানেকশানকে ৯টি কম্পিউটারে কাজ হয়। সবাই খুব ক্রেজি। সারাদিন শুধু ডাউনলোডের তালে থাকে!:lol: আবশ্যি আমিও কম কিসে। প্রতিদিন কম করে হলেও গড়ে ৩৯০ মেঃবাঃ নামাই। big_smilebig_smile:D:lol::lol:

Re: ওপেন আফিস।

আমি নিয়মিত ওপেন অফিস ২.১ ব্যবহার করি। মাইক্রোসফটের মত অত চটকদার না হলেও বেশ ভাল। ফ্রী তে যে এ্যাত ভাল জিনিস দিচ্ছে তাই বা কম কিসে....

বিশেষত আমার ব্লগের জন্য করা সমস্ত বাংলা লেখাই আমি ওতে ড্রাফট করি... কারণ এতে এম.এস. অফিসের চেয়ে ভাল বাংলা সাপোর্ট দেয়। আর পি.ডি.এফ. তৈরীর ফীচারটা দারুন......

অবশ্য বলতে পারেন অন্যান্য পি.ডি.এফ সফটওয়্যারের কথা..... এখানে দুইখান কথা আছে: অন্যান্য পি.ডি.এফ বানানোর সফটওয়্যার যেগুলো প্রিন্ট ড্রাইভার হিসেবে ইনস্টল হয়... সেগুলো দিয়ে পি.ডি.এফ বানালে লেখার মধ্যকার লিংকগুলো পি.ডি.এফ এ কাজ করে না। কিন্তু ওপেন অফিসের এক্সপোর্ট টু পিডিএফ (যেটা ফাইল মেনুতে পাবেন) ঠিকমতই পি.ডি.এফ বানায়.... পি.ডি.এফ এর ভিতরেও লিংক/যোগসূত্রগুলো কাজ করে big_smile

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ওপেন আফিস।

আচ্ছা, ওপেন অফিসে কি বাংলা লেখা যায়? অনেক আগে নামিয়েছিলাম যখন বিজয় ব্যাবহার করতাম। তবে বিজয়কে পরাজিত করে এখন ইউনিজয় (অভ্র) ব্যবহার করছি। জানালে পাইরেটেড অফিস ডাম্প করতাম।

আমার ডাম্পের তালিকা:
১। ম্যক্রোমিডিয়া ড্রিমউইভার (এখন জুমলা আছে, ওটার দরকার নাই)

Re: ওপেন আফিস।

আমি নিয়মিত অভ্র দিয়ে ওপেন অফিসে বাংলা লিখি। এটা বরং এম.এস.অফিসের চেয়ে ভাল বাংলা সাপোর্ট দেয়। smile

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: ওপেন আফিস।

ওপেন অফিসের বাংলা ভার্সনটা ব্যাবহার করছেন তো?