টপিকঃ ওপেন আফিস।
পূর্বে এম.এস অফিস ২০০৩ ব্যাবহার করতাম। কদিন ধরে ল্যাপটপ টা বড় সমস্যা করছে। আজ আবার ফ্যাক্টোরী হতে সব ধুয়ে মুছে পরিস্কার করলাম। এখন ওপেন অফিস নামাচ্ছি। ১৯% নেমেছে। একটু ব্যবহার করে দেখি। মনে হচ্ছে না আমার মন কাড়বে!
নামছে খুব ধীর গতিতে মনেহয়। একটা কানেকশানকে ৯টি কম্পিউটারে কাজ হয়। সবাই খুব ক্রেজি। সারাদিন শুধু ডাউনলোডের তালে থাকে!:lol: আবশ্যি আমিও কম কিসে। প্রতিদিন কম করে হলেও গড়ে ৩৯০ মেঃবাঃ নামাই। :D:lol::lol: