টপিকঃ কুইক ম্যাথ (১ম পর্ব)

যদি আপনাকে প্রশ্ন করি ১১১১১১ (ছয়টি ১)এর বর্গ কত? ক্যালকুলেটার ছাড়া উত্তর দিতে কতক্ষণ লাগবে? আমি আপনাকে খুবই সহজ একটি উপায় বাতলে দিতে পারি, যার সাহায্যে ক্যালকুলেটার ছাড়াই ঝটপট এর উত্তর বলে দিতে পারবেন।

প্রথমেই গুণে ফেলুন কটি ১ আছে (ছয়টি)।
এবার ১ থেকে ৬ পর্যন্ত লিখুন, এবং সেই ছয় থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৫৪৩২১।
এটাই উত্তর।

যদি ১ এর সংখ্যা হয় ৯টি (১১১১১১১১১) তাহলে?
কোনো ব্যাপারই না, ১ থেকে ৯ পর্যন্ত লিখুন, এবং সেই ৯ থেকেই আবার উল্টোগুনে ১ পর্যন্ত লিখে ফেলুন।
যেমনঃ ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১।
বর্গ করা হয়ে গেলো।

এভাবে দুই থেকে নয়টি পর্যন্ত রিপিট্টে ১ থাকলে ঝটপট তাদের বর্গ নির্ণয় করে ফেলতে পারবেন।

Re: কুইক ম্যাথ (১ম পর্ব)

ম্যাথ টিপস। মাঝে মাঝে এমন টিপস শিখতে ইচ্ছে করে। ভালো গুরু পেলে শেখা যায়।
ধন্যবাদ

Re: কুইক ম্যাথ (১ম পর্ব)

দারুন।রেপু লন  big_smile

Re: কুইক ম্যাথ (১ম পর্ব)

Re: কুইক ম্যাথ (১ম পর্ব)

বাহ জট্টিল তো, ভাইয়ের অন্য ম্যাথের কারসাজি ভাল না বুঝলেও এটা কিন্তু বুঝে ফেলেছি

Re: কুইক ম্যাথ (১ম পর্ব)

Re: কুইক ম্যাথ (১ম পর্ব)

surprised আরে মজার জিনিস তো। বুদ্ধিমান সোহেন ভাইকে অসংখ্য ধন্যবাদ।

Re: কুইক ম্যাথ (১ম পর্ব)

Re: কুইক ম্যাথ (১ম পর্ব)

১০

Re: কুইক ম্যাথ (১ম পর্ব)