২১

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

শু্ভ জন্সদিন প্রজন্স ।

২২

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

Mukul লিখেছেন:

শু্ভ জন্সদিন প্রজন্স ।

মুকুল ভাই আপনাকে ফোরামে স্বাগতম। একটু চেষ্টা করুন দেখবেন খুব সুন্দর বাংলা লিখতে পারছেন। আর পরিচিতি বিভাগে আপনার পরিচিমূলক পোস্ট দিলে ভাল হয়।

২৩

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

জন্মদিনের শুভেচ্ছা জানাই।

দেরী হয়ে গেল ......... তাতে কি!

এসেছিস যখন তখন দেয়ালে একটা আঁচড় রেখে যা

২৪

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

কয়েকদিন ধরে ঢাকার বাইরে আছি। ইন্টারনেট ব্যবহারের যাবতীয় সরঞ্জাম সাথে থাকলেও ব্যস্ততার কারনে অনলাইনে আসা হচ্ছিল না ghusi। আজ দেখি এরই মাঝে প্রজন্মের জন্মদিন পার হয়ে গেলো:(। যাই হোক...শুভ জন্মদিন প্রজন্ম:D:x

বিশেষ পাতাটি মনে হয় ইংরেজিতে দেখলাম। এটি বাংলায় করলে হতো না। roll
তবে আতশবাজির ঠাস ঠুস শব্দে মজা পেয়েছি)+D...প্রজন্ম এগিয়ে চলুক...এই শুভকামনা রইলো।

২৫

Re: শুভ জন্মদিন প্রজন্ম ফোরাম

admin লিখেছেন:

আজকে প্রজন্ম ফোরামের প্রথম বর্ষপূর্তী। ২০০৭ এর ২০শে জানুয়ারী কে এর আনুষ্ঠানিক যাত্রা ধরলে আজকে পূর্ণ এক বছর।

খাইছে আমারে!!!!!!!!!!!!!!!!!
আমার আর প্রজন্মের জন্ম সালটা না মিললেও জন্ম তারিখ আর মাসটা এক্কেবারে টায়-টায় মিলা গেছে  thumbs_up  yahoo yahoo । অগ্রীম "শুভ জন্ম দিন" "মরুভূমির জলদস্যু" সরি  mail mail "প্রজন্ম ফোরাম"। big_smile big_smile

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।