টপিকঃ আমার প্রজন্ম
দীর্ঘ ৩/৪ দিন কাজ করে আপাতত বলার মত একটা পর্যায়ে আনলাম;q। আজকে থেকে দেখবেন মেনুবারে হোমের পর একটি নতুন মেনু "আমার প্রজন্ম"। এখানে ক্লিক করলে আপনি পৌঁছে যাবেন প্রজন্ম ফোরামের আপনার ব্যক্তিগত ভুবনে।
আপাতত যে সুবিধাগুলো যুক্ত করা হয়েছে:
১. আমার সম্পর্কে (এক নজরে আমি)
২. আমার সাম্প্রতিক টপিকসমূহ (সর্বশেষ ১০টি টপিক)
৩. আমার সাম্প্রতিক পোস্টসমূহ (সর্বশেষ ১০টি পোস্ট)
৪. আমার সাবস্ক্রিপশন (আপনি যে সকল টপিকে সাবস্ক্রাইব অথ্যাৎ যে সকল টপিকে কোন নতুন পোস্ট হলে আপনাকে স্বয়ংক্রিয় মেইল করে জানানো হবে।
৫. সর্বশেষ দর্শনের পরবর্তী পোস্টসমূহ (এটা পুরাতন ফিচার)
৬. আমার তৈরিকৃত টপিকে রেটিং (আপনার যে সকল টপিকে রেটিং পেয়েছেন তাদের মধ্যে থেকে সর্বোচ্চ ১০টি রেটিং-এর টপিক)
৭. সর্বশেষ এবং একেবারে নতুন সুবিধা হল "আমার প্রিয় টপিক"। আপনি এখন থেকে যে কোন টপিক কে আপনার প্রিয় টপিক হিসেবে চিহ্নিত করে রাখতে পারবেন। কোন টপিক ভিউতে একেবারে নিচে একটা লিংক পাবেন। এছাড়াও প্রতিটি বিভাগে টপিকের তালিকা একটি নতুন আইকন পাবেন।
এটি পানবিবি'র জন্য আমার তৈরিকৃত প্রথম পূর্ণ মডিফিকেশন। এর আগে খুব সামান্যই কাজ করেছি। বেশির ভাগই ছিল অন্যদেরটাকে ট্রান্সলেশন ও ইন্টিগ্রেশন।
এ কাজে বিভিন্নভাবে যারা আমাকে প্রত্যক্ষ সহযোগিতা করেছে:
১. স্বপ্নচারী
২. নাগবাবা
৩. রুমন
কারও নাম বাদ পড়ল নাকি?:rolleyes:
সবার মতামতের অপেক্ষায়। আপনাদের ভাল লাগলে আমার কষ্ট স্বার্থক হবে।
what to do?