৪ ০৮-১২-২০১০ ১৯:২১ সর্বশেষ সম্পাদনা করেছেন রণ_এথিক্যাল হ্যাকার (০৮-১২-২০১০ ১৯:২৮)
Re: গুগল ক্রোম ও এস ওয়েবসাইট উন্মুক্ত! ক্রোম ওয়েবস্টোর উন্মুক্ত!
আমার তো ধারণা চরম ভাবে ব্যার্থ হবে। কারণ অলরেডী জলিক্লাঊড,মবলিন বা লিনাক্স পিপারমিন্টের (যা গুগল ক্রোম ওএসের চেয়ে ভালো) মত ওএস আছে।
Re: গুগল ক্রোম ও এস ওয়েবসাইট উন্মুক্ত! ক্রোম ওয়েবস্টোর উন্মুক্ত!
হুমম্ ভিডিও গুলো দেখেই তো লোভ লাগছে ।
Re: গুগল ক্রোম ও এস ওয়েবসাইট উন্মুক্ত! ক্রোম ওয়েবস্টোর উন্মুক্ত!
ধাঁধাঁরু এখন ওয়েবস্টোরেও পাওয়া যাচ্ছে। dhadharu বা ধাঁধাঁরু দিয়ে খোঁজ করুন।
Re: গুগল ক্রোম ও এস ওয়েবসাইট উন্মুক্ত! ক্রোম ওয়েবস্টোর উন্মুক্ত!
আমি pilot program এর জন্য apply করতে পারলে ভালই হত!
Re: গুগল ক্রোম ও এস ওয়েবসাইট উন্মুক্ত! ক্রোম ওয়েবস্টোর উন্মুক্ত!
নতুন কিছু থাকবে এই নতুন ওএস-এ আশা করছি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
Re: গুগল ক্রোম ও এস ওয়েবসাইট উন্মুক্ত! ক্রোম ওয়েবস্টোর উন্মুক্ত!
আমার মনে হচ্ছে গুগল ক্রোম ওএস তেমন সফলতা পাবে না। কেন জানি না, কিন্তু ম্যাক, লিনাক্স এবং উইন্ডোজের ভিড়ে তেমন কোন উল্লেখযোগ্য ফিচার ছাড়া এটার সফল হবার সম্ভাবনা কম। আপনারা কেউ কি জানেন নতুন কি কি ফিচার এতে আসছে?
-আনফরগিভেন
Re: গুগল ক্রোম ও এস ওয়েবসাইট উন্মুক্ত! ক্রোম ওয়েবস্টোর উন্মুক্ত!
সবাই লিনাক্স vs ক্রোম করছেন কেন? ক্রোম তো লিনাক্স কর্ণেলর ওপর করা।যেমন অন্য ডিস্ট্রোগুলো করে। সেদিক থেকে এটাতো আর আট দশটা সাধারন লিনাক্স ডিস্ট্রো। তাহলে ক্রোমকে লিনাক্সের প্রতিপক্ষ বলছেন কেন? ক্রোম ইউজার মানেইতো লিনাক্স ইউজার।লিনাক্সওয়ালাদের তো খুশী হওয়া উচিত।