টপিকঃ হটমেইল, ইয়াহু, জিমেইল চ্যাট করুন একসাথে

Re: হটমেইল, ইয়াহু, জিমেইল চ্যাট করুন একসাথে

চাল্লু জিনিস!! ধন্যবাদ।

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: হটমেইল, ইয়াহু, জিমেইল চ্যাট করুন একসাথে

ট্রিলিয়ান বা জিএআইএম - এ দুইটি সফটওয়ারেও এরকম ব্যবস্থা আছে। সুবিধা হলো, আপনার পাসওয়ার্ড ওদের হাতে দিতে হচ্ছেনা।

Re: হটমেইল, ইয়াহু, জিমেইল চ্যাট করুন একসাথে

জিএআইএম ভাল!

Re: হটমেইল, ইয়াহু, জিমেইল চ্যাট করুন একসাথে

ইয়াহু মেসেঞ্জারেও ইদানিং এমএসএনের মানুষকে কন্ট্যাক্ট হিসাবে যোগ করা যাচ্ছে। আমি এমএসএন কখনোই ব্যবহার করিনি, কাজেই জানিনা ইয়াহু মেসেঞ্জারের এই ব্যবস্থা কেমন কাজ করে।

আমেরিকার লোকজন আবার বহু আগে থেকেই এওএল এর এআইএম নামের মেসেঞ্জার ব্যবহার করে। এখন অবশ্য ঐ কোম্পানির লাটে উঠার দশা।

Re: হটমেইল, ইয়াহু, জিমেইল চ্যাট করুন একসাথে

আমি এমএসএন ব্যবহার করি। ইয়াহু!র চেয়ে অনেক বেশী ভাল মনে হয়। আমার যতদূর জানা এমএসএনই প্রথম ইয়াহু!র কন্ট্যাক্ট যোগ করার সুযোগ দিয়েছিল। পরে ইয়াহু!ও একই সেবা চালু করেছে। তবে ইয়াহু! টু এমএসএন চ্যাট বা এমএসএন টু ইয়াহু! চ্যাটে কিছু সীমাবদ্ধতা আছে (যেমন - ওয়েবক্যাম, কোন ফাইল প্রেরণ বা ভিডিও চ্যাট ইত্যাদি করা যায় না) যেটা আবার এমএসএন টু এমএসএন বা ইয়াহু! টু ইয়াহু! চ্যাটে সম্ভব। তবে সাধারণ চ্যাটিংয়ে কোন সমস্যা হয় না। যেকোন এক মেসেঞ্জার ব্যবহার করেই সব কন্ট্যাক্টের সাথে চ্যাট করা যায়, তবে প্রথমে অন্য মেসেঞ্জারের কন্ট্যাক্টগুলো যোগ করে নিতে হবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (৩১-০১-২০০৭ ০৯:৩২)

Re: হটমেইল, ইয়াহু, জিমেইল চ্যাট করুন একসাথে

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত