টপিকঃ 20-20 বিশ্বকাপ নিয়ে ভাবনা
সেদিন পত্রিকায় দেখলাম নাজিমুদ্দীন নামে এক নতুন খেলোয়ার 50 বলে 81 রান করে, তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। তাই কেমন করবে মনে করেন বাংলাদেশ আসন্ন 20-20 বিশ্বকাপে?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » 20-20 বিশ্বকাপ নিয়ে ভাবনা
সেদিন পত্রিকায় দেখলাম নাজিমুদ্দীন নামে এক নতুন খেলোয়ার 50 বলে 81 রান করে, তাও আবার পাকিস্তানের বিরুদ্ধে। তাই কেমন করবে মনে করেন বাংলাদেশ আসন্ন 20-20 বিশ্বকাপে?
অতীত রেকর্ড তো নেই। তাই প্রেডিকশনে সমস্যা হচ্ছে ।:-j
বাংলাদেশ এর প্রতিপক্ষ শক্তিশালী। তাই ভালো খেলাই আমার চাওয়া(y)
অবশেষে দুর্দান্ত ওপেনার পেল বাংলাদেশ । শূনেছিলাম আসিফ শোয়েবদের বেড়ধক পিটিয়েছে ও। তামিম আর নাজিমুদ্দীন ওপেনিং করলে দারুন হবে, আশরাফুলকে তিন নাম্বারে নামা উচিত। ওপেনার রা ভিত্তি গড়ে দিলেও মিডেলঅর্ডার আর নিচের সারি যদি ঠিকমত রান না দিতে পারে তবে সেই প্রচেষ্টাই বিফলে যায়। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ টা দেখুন ?!!!! আর শ্রীলঙ্কার সিরিজে বাংলাদেশের একটা ক্ষতি হয়েছে যে তারা কনফিডেন্স অনেকটা হারিয়ে ফেলেছে। দেখলেন না একবার আউট হওয়া শুরু করলে পরবযায়ক্রমিক ভাবে আউট হতেই থাকে। যা হকো আশা করি ২০-২০ তে এটা দেকা যাবেনা এবং
আশা করবো এই বিশ্বকাপেও চমক দেখাবে বাংলাদেশ
খুব বেশি আশা না করাই ভাল।
তবে যেহেতু মাত্র ২০ ওভারের ম্যাচ তাই বাংলাদেশ সবাইকে চমকেও দিতে পারে।
:rolleyes:
খুব বেশি আশা না করাই ভাল।
তবে যেহেতু মাত্র ২০ ওভারের ম্যাচ তাই বাংলাদেশ সবাইকে চমকেও দিতে পারে।
:rolleyes:
চমক দেখার অপেক্ষায়!
নাজিম উদ্দিন দলীয় কোন্দল এ পড়ে নাই।পড়লেই হারাইয়া যাবে%-(
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » 20-20 বিশ্বকাপ নিয়ে ভাবনা
০.০৫১০০৬০৭৮৭২০০৯৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.৯৬৩৪১০৮৬৭৭৮৭ টি কোয়েরী চলেছে