টপিকঃ বাউল সংগীত
বাউল সংগীত আমাদের জীবনের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। বাউল সংগীতে জীবনের বিভিন্ন দর্শন চমৎকারভাবে উঠে আসে। লালণ শাহ, পূর্ণদাস বাউল, আমির আলী চিশতী ইত্যাদি প্রমুখের গানে অনেক সত্য উঠে এসেছে। আসুন আমরা বিভিন্ন গানের কথাগুলোকে বিশ্লেষন করার চেষ্টা করি আলাদা আলাদা পোস্টে।