Re: কতই রঙ্গ দেখি দুনিয়ায়!!!
কোন এক অজানা কারণে ছবি লোড করতে পারছি না। তাই শুধু লিংকই দিয়েছি।
মডারেটরগণ বলতে পারেন কেন এই সমস্যা হচ্ছে?
Re: কতই রঙ্গ দেখি দুনিয়ায়!!!
ছবির লিংকটা খুঁজে বের করুন। তারপর উপরের img বোতামে চাপ দিন। যেই কোড/সিনটেক্স আসবে এর মাঝে সেই ছবির পথ/URLটা পোস্ট করে দিন। ব্যাস।
[img]এখানে ছবির url লিখুন/পেস্ট করুন[/img]
ব্যাপারটি আরও ভালভাবে বুঝতে হলে, আমার যে পোস্টে ছবিগুলো দিয়েছি, সেই পোস্টটির নিচের <উক্তি>তে ক্লিক করুন। তাহলে ভেতরে কিভাবে দেয়া হয়েছে দেখতে পারবেন।
আর যদি ফোরামেই ছবি আপলোড করতে চান - তবে কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। উপরের পদ্ধতিতে ছবির url দিলে ছবিটা আমাদের সার্ভারে আসছে না। কিন্তু এখানে আপলোড করলে সেটার কপিরাইটের সমস্যা হতে পারে। --- তাই অন্যের কপিরাইটমুক্ত ছবি দিলেও কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, উৎস উল্লেখ করতে হবে।
Re: কতই রঙ্গ দেখি দুনিয়ায়!!!
কোডার ভাইও একই সমস্যায় পড়েছেন। উনি বলেছেন সোর্স কোড না থাকায় এই সমস্যার সমাধান করতে পারছেন না:(
৬ ০৭-০৯-২০০৭ ০৯:২৬ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (০৭-০৯-২০০৭ ০৯:৩১)
Re: কতই রঙ্গ দেখি দুনিয়ায়!!!
ছবির লিংক পেতে ঐ ওয়েবসাইটে গিয়ে ছবির উপর মাউসের ডান বোতাম চাপ দিন। --
ফায়ারফক্সে একটা অপশন আসবে - copy image location --- ওটাতে ক্লিক করুন। তারপর আপনার পোস্টে img ট্যাগের মাঝে শুধু paste করুন।
ইন্টারনেট এক্সপ্লোরারের পদ্ধতিটা ঠিকভাবে দিতে পারছি না .... কারণ আমার ল্যাপটপে জাপানি উইন্ডোজ ... ইন্টারনেট এক্সপ্লোরারও জাপানিতে, তাই ওটার মেনু কিছু বুঝি না।
লিনাক্সে konqueror ব্রাউজারে প্রথমে ছবিটাকে ইন্টিগ্রেটেড ইমেজ ভিউয়ারে দেখার অপশন সিলেক্ট করি। তারপর, ওখান থেকে ছবির url পেয়ে যাই।
Re: কতই রঙ্গ দেখি দুনিয়ায়!!!
পেরেছি। শামীম ভাইকে ধন্যবাদ।
তবে আমার পিসি থেকেও ছবি আপলোড করতে পারছি না।