Ahsanullah Tutul লিখেছেন:হাঙ্গরিকোডার ,সমন্বয়ক (মডারেটর) এর মন্তব্যে নিরুৎসাহিত হয়েছি,
আপনাকে নিরুৎসাহিত করা আমার উদ্দেশ্য নয়
। সেজন্য আমি দু:খিত। আমি সহ অন্যান্য মডারেটর এমনকি সদস্যগন বিভিন্ন সময় এ প্রসঙ্গে বলেছেন। আমি গোপন বার্তাও পাঠিয়েছি আপনার কাছে যেন পোস্ট করার আগে প্রাসঙ্গিকতা বিচার করেন। নতুন কোন প্রসঙ্গে আলোচনা করতে আরেকটি টপিক শুরু করতে আপনার বাধা কোথায়?
বিরক্তির কারণ ঐ একটাই অথ্যাৎ অপ্রাসঙ্গিকতা। আশা করি বুঝতে পারছেন। আপনার চমৎকার বাংলা লেখা দেখে ভাল লাগছে। আপনিও খুব ভালই অভ্যস্ত হয়ে গেছেন।
আর একটা বিষয়, কারও উক্তি আপনার পোস্টে যুক্ত করতে Quote বাটনটি ব্যবহার করুন। আপনি ভুল করে Code ব্যবহার করছেন। আরেকটি উপায় হল যে পোস্টকে Quote করতে চান, সেই পোস্টের নিচে ডান দিকে উক্তি নাম লিঙ্কে ক্লিক করুন।
ধন্যবাদ:):):)।
[img]http://twitstamp.com/thehungrycoder/standard.png[/img]
what to do?