সর্বশেষ সম্পাদনা করেছেন শরীফ আহমেদ (২৯-১০-২০১০ ১০:৪৮)

টপিকঃ প্রি-ক্যাডেট মানে কি?

অনেক স্কুলের নামের শেষেই দেখি প্রি-ক্যাডেট লেখা থাকে। এই প্রি-ক্যাডেট এবং সাধারন কে.জি স্কুলের মধ্যে পার্থক্য কোথায়?
কেউ জানলে শেয়ার করেন প্লিজ। খুব দরকার। লেখাটির প্রয়োজনীয়তা যেহেতু সাময়িক তাই খেলাঘরে টপিকটা খুললাম।
সবাইকে ধন্যবাদ।

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

Re: প্রি-ক্যাডেট মানে কি?

পার্থক্য মনেহয় কিছু নাই!
ভাব দেখিয়ে প্রি-ক্যাডেট লিখে!

এমন একটা ভাব যে ওদের কাছে পড়লে ক্যাডেটে চান্স পাবে! tongue

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

Re: প্রি-ক্যাডেট মানে কি?

ধন্যবাদ shitol ভাই, কিন্তু আসল কথাটা কি দড়ায়  thinking

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

Re: প্রি-ক্যাডেট মানে কি?

Re: প্রি-ক্যাডেট মানে কি?

এটা ভাওতাবাজী ছাড়া আর কিছুই না।
তবে ওরা মীন করে ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার আগের সময়টা।

Re: প্রি-ক্যাডেট মানে কি?

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

Re: প্রি-ক্যাডেট মানে কি?

Re: প্রি-ক্যাডেট মানে কি?

সবাইকে ধন্যবাদ।

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।