Re: ১ নভেম্বর থেকে ঢাকায় হকার উচ্ছেদ- আপনি কি এর পক্ষে নাকি বিপক্ষে ?
১ নভেম্বর থেকে ঢাকায় হকার উচ্ছেদ হচ্ছে না।
যানজট নিরসনে রাজধানী থেকে হকার উচ্ছেদ কার্যক্রম পিছিয়ে গেছে। হকার নেতাদের অনুরোধের প্রেৰিতে কোরবানির ঈদের পর হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এই সিদ্ধান্তের আলোকে আলোচনা না করে হকার উচ্ছেদ না করার জন্য যোগাযোগ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে। তবে হকার উচ্ছেদ ছাড়া যানজাট নিরসন সংক্রান্ত অপর সিদ্ধানত্মগুলো পহেলা নবেম্বর থেকেই বাস্তবায়ন করা হবে। ওই সিদ্ধান্তগুলো হলো মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। গাড়ি চালানোর সময় ড্রাইভার ও সামনের সিটে বসা আরোহীর সিট বেল্ট বাধা বাধ্যতামূলক। এ ছাড়া গাড়ির সামনের ও পেছনের লাইট এবং লুকিং গ্লাস ঠিক থাকতে হবে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা যাবে না। কেউ কথা বললে তা শাস্তিযোগ্য অপরাধ বিবেচনায় এনে আইনগত পদক্ষেপ নেয়া হবে। ওভারব্রিজ থাকলে ওভারব্রিজের ওপর দিয়ে রাস্তা পার হতে হবে। নিচ দিয়ে রাস্তা পার হলে পথচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সোমবার অনুষ্ঠিত বৈঠকে হকার নেতৃবৃন্দও যোগ দেন। তাঁরা বৈঠকে লিখিত অনুরোধ জানান, ঈদের পর হকার উচ্ছেদের সিদ্ধান্ত বাস্তবায়ন করার। এ ব্যাপারে তারা সরকারকে সহায়তা করবে।
এ প্রসঙ্গে বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের বলেন, হকার নেতাদের অনুরোধের প্রেৰিতে তাদের সঙ্গে আলোচনা না করে যেন হকার উচ্ছেদ না করা হয়, সে ব্যাপারে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব। তিনি বলেন, ফুটপাথে কারা বসবে এবং ওভারব্রিজের ওপর দিয়ে পথচারী পারাপার হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব সিটি কর্পোরেশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এ বিষয়টি তারাই দেখবে। দীর্ঘ দুই ঘণ্টার বৈঠকে সভাপতিত্ব করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এতে আইন প্রতিমন্ত্রী শাসমুল হক টুকু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, রাশেদ খান মেনন এমপি, হাসানুল হক ইনু এমপিসহ বিভিন্ন সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ২১ সেপ্টেম্বরের বৈঠকে সিদ্ধানত্ম নেয়া হয়েছিল, পহেলা নবেম্বর থেকে প্রাথমিকভাবে শাহবাগ ও ফার্মগেট এলাকার হকার উচ্ছেদ করা হবে। পরবর্তীতে পুনর্বাসনসাপেৰে ঢাকার অন্য এলাকার হকারদেরও উচ্ছেদ করা হবে। সোমবারের বৈঠকের কারণে সেই উচ্ছেদ অভিযান পিছিয়ে গেল। শুধু তাই নয়, ঈদের পরও আদৌ রাজধানী থেকে হকার উচ্ছেদ হবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
সূত্র : http://www.dailyjanakantha.com/news_vie … p;ni=37364