Re: আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল)
লিখতে লিখতে হাত ব্যাথা হইয়া গেল রে !
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল)
লিখতে লিখতে হাত ব্যাথা হইয়া গেল রে !
বাবর লিখেছেন:আপনার একটা মাইনাস প্রাপ্য।
কারণ আপনি কই হারায়ে গিয়েছিলেন
প্রাপ্য মানে কি ? দেন নাই এখনো ????
মেহেদি এবং বাবর ভাইজান,আমারে এইবারের লাইগা মাপ দেওন যায়না??
তোমাগোরে "২ টেকার লেবেনচুস" খাওয়াইমুনে
মেহেদি এবং বাবর ভাইজান,আমারে এইবারের লাইগা মাপ দেওন যায়না??
![]()
তোমাগোরে "২ টেকার লেবেনচুস" খাওয়াইমুনে
কোন মাপ নাই কারন আপনি বেশীর ভাগ সময়ই অনলাইনে থাকেন মিয়া। এইখানে আসতে সমস্যা কি?
তোমাগোরে "২ টেকার লেবেনচুস" খাওয়াইমুনে
আমারে আইসক্রিম খাওয়ালে আমি মাপ করনের সুপারিশ করতে পারি
জীবনটা আসলেই যেন কেমন!!!! গতি পেয়েই আবার হারায় সে...
তবুও আমি হাল ধরে আছি, সফল অনিশ্চিত জেনেও।
বাধা প্রাপ্ত হচ্ছি বার-বার, তবুও আমি আছি, আমি এখন নিজের মাঝেই নিজেকে খুঁজি।
ক'দিন যাবত কিচ্ছু ভাল্লাগছেনা।
চট্টগ্রাম ও কক্সবাজারে ৪ নম্বর সতর্কসংকেত দেখাইছে
। তার উপর পাশের বাসার আন্টি বাসায় আইসা আম্মারে কইতাছে নিজামী,মুজাহিদ আর সাঈদীর মত তিনটা ভালা মানুষরে সরকার হুদাই জেইলে ঢুকাইছে...তাই এইগুলান নাকি আওয়ামীলীগের উপর আল্লাহ গজব দিতাছে
চট্টগ্রাম ও কক্সবাজারে ৪ নম্বর সতর্কসংকেত দেখাইছে
![]()
। তার উপর পাশের বাসার আন্টি বাসায় আইসা আম্মারে কইতাছে নিজামী,মুজাহিদ আর সাঈদীর মত তিনটা ভালা মানুষরে সরকার হুদাই জেইলে ঢুকাইছে...তাই এইগুলান নাকি আওয়ামীলীগের উপর আল্লাহ গজব দিতাছে
![]()
প্রথম আলোতে দেখলাম চট্টগ্রাম ও কক্সবাজারে ৪ নম্বর সতর্কসংকেত দেখাইছে। আল্লাহ সবাইরে রক্ষা কইরো।
চট্টগ্রাম ও কক্সবাজারে ৪ নম্বর সতর্কসংকেত দেখাইছে
![]()
। তার উপর পাশের বাসার আন্টি বাসায় আইসা আম্মারে কইতাছে নিজামী,মুজাহিদ আর সাঈদীর মত তিনটা ভালা মানুষরে সরকার হুদাই জেইলে ঢুকাইছে...তাই এইগুলান নাকি আওয়ামীলীগের উপর আল্লাহ গজব দিতাছে
![]()
আন্টি কি জানে তারা কি করছিল ৭১ সালে
?
আচ্ছা Historical Cost Principle টা কি? কেউ একটু বাংলার সাহায্য করেন, কালকে Exam
চট্টগ্রাম ও কক্সবাজারে ৪ নম্বর সতর্কসংকেত দেখাইছে
![]()
।
এখন কক্সবাজার সমুদ্র বন্দরকে ০৫ নম্বর বিপদ সঙ্কেত দেখানো হচ্ছে।
http://www.bdnews24.com/bangla/details. … ;id=139380
কার্তিক মাসে এমন দুঃসহ গরম বাপের জনমেও দেখিনি।
শুনলাম, ঝড় এখন উপকূল অতিক্রম করছে।
শুনলাম, ঝড় এখন উপকূল অতিক্রম করছে।
আল্লাহ আমাদের বাচাইছে। এই পর্যন্ত অনেকগুলো ঘূর্ণিঝড় মায়ানমার নাহয় উড়িষ্যা দিয়ে চলে যাওয়ায় আমরা বেচে গেছি। খবরে প্রায় শুনি ঘুর্নিঝড় উড়িষ্যা নাহয় মায়ানমার দিয়ে উপকূল অতিক্রম করেছে। আল্লাহ জানে তাদের কি অবস্থা
সম্মাননায় সেন্চুরী করায় অভিনন্দন
ডেডলক ভাইকে।
---------
---------
---------
---------
অভিনন্দন ডেডলক ।
ডেডলক ভাইকে অভিনন্দ্ন।
আরও অভিনন্দন শাহনূর79 ভাইকে ৬০০ তম পোস্টের জন্য।
অভিনন্দন @ডেডলক ভাই।
আমার খালি ঘুম পায় কেন ?
আমার খালি ঘুম পায় কেন ?
বেশি পরিশ্রম করেন মনে হয় তাই।
প্রজন্ম ফোরাম » বিবিধ » আসেন আড্ডা দেই ( পুরাই অফটপিক/আজাইরা প্যাঁচাল)
০.৫৬৭৬৪৯৮৪১৩০৮৫৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ১১.৬৯০২৭৭৪৩৫০৫ টি কোয়েরী চলেছে