রাসেল আহমেদ লিখেছেন:অনট: কেউ কিন্তু গিম্পের কেরামতির কথা বলছে না 
কি আর করা .... .... বাবার সবকিছুই কন্যার দখলে চলে গেল! আর গিম্পের গুরু হিসেবে আপনাকেও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা।
দেখে অমনই মনে হয় ভাই ... ... ছোটকালে ছবি তোলার সময়ে হাসতো। এখন গভীর ভাবে তাকিয়ে থাকে ... ... ধান্দা হল ক্যামেরা বা এর ব্যাগটা নিয়ে কামড়ানো ...
ইলিয়াস লিখেছেন:গিম্প সম্পর্কে কোন ধরানই নাই। তাই ছবিটির কোয়ালিটি সম্পর্কে বলতে পারলাম না। ( লিনাক্স ব্যবহার আরম্ভ করেছি আেস্ত আস্তে জেনে নিব।) আপনার মেয়ের জন্মদিনের শুভেচ্ছা রইল। দোআ করি মা,মনি অনেক বড় মনের মানুষ হউক। আর হ্যা 2টি ছবি চুরী করে পিসিতে সেভ কর রাখলাম।
ছবিগুলোকে ছোট করে আপ করেছি। আসল ছবির রেজুলুশন আর কাটা ছবির রেজুলুশন সমান থাকার কথা। নীলিয়ার জন্মদিনে আমি ওদের অতবড় পোস্টার প্রিন্ট করা দেখে নিজেই অবাক হয়েছি।
শিমুল১৩ লিখেছেন: ....
আর গিম্পের কথা কি বলবো?? ওইটা একাই একশো। নিলিয়ার চারপাশে একটু সাদা গ্লো দিলে অ্যাঞ্জেল অ্যাঞ্জেল মনে হইত। তবে ওভারঅল ১০০ তে ৯০ দিলাম

সাদা গ্লো দেয় কিভাবে ... একটু শিখিয়ে দেন ... পরেরবার কাজে লাগাবো। এবার অত্যন্ত বিরক্ত হয়ে কাজটা করেছিলাম।