টপিকঃ উবি নাকি ডুবু (ডুয়েল বুট)

উইন্ডোজঃ উবি নিয়ে তুমি আমার পেটের ভেতর থাকো কেন?
উবুন্টুঃ ঢুকতে পারি বলে থাকি। তুমি পারলে আমার পেটের ভেতর ঢোকো তো দেখি কেমন পারো!

উইন্ডোজঃ এমনিতে তো খুব দৌঁড়াও। উবি নিয়ে দৌঁড়াতে পারো না কেন?
উবুন্টুঃ সুস্থ কাউকে যদি সপ্তাহে ৩ বার চিকিৎসা করো তো সে দৌঁড়াবে কেমন করে।

উইন্ডাজঃ বুঝলাম না।
উবুন্টুঃ বুঝার কথা নয়। বুঝিয়ে বলছি।
তুমি অসুস্থ বলে এন্টিভাইরাস দিয়ে সপ্তাহে ৩ বার তোমার এনজিওগ্রাম করা হয়। তোমার পেটের ভেতর থাকি বলে তখন আমারও এনজিওগ্রাম হয়ে যায়। তুমিই বলো, সুস্থ কাউকে যদি সপ্তাহে ৩ বার এনজিওগ্রাম করো তো সে দৌঁড়াবে কিভাবে?

You'll never reach your destination if you stop and throw stones at every dog that barks.

Re: উবি নাকি ডুবু (ডুয়েল বুট)

মজা লাগল। clap clap

Re: উবি নাকি ডুবু (ডুয়েল বুট)

ভালই হয়েছে।

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: উবি নাকি ডুবু (ডুয়েল বুট)

lol2 lol2 lol2 lol2 lol2 lol2
জটিল হয়েছে।

লিনাক্স ব্যবহার করুন-------
     কম্পিউটার থাকুক ভাইরাসমুক্ত,
     দেশ থাকুক দূর্নীতিমুক্ত।