টপিকঃ জয় দিয়ে টাইগারদের শুভ সূচনা
জয় দিয়েই টুয়েন্টি২০ সিরিজ শুরু করল বাংলাদেশ দল। স্বাগতিক কেনিয়ার বিপক্ষের ৫ উইকেটের জয় দিয়েই আশরাফুলরা শুভ সূচনা করেছে। টসে জিতে কেনিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। যে পরিকল্পনা করে আশরাফুল কেনিয়াকে ব্যাট করতে নামিয়েছিল সেটা বোলাররা বাস্তবায়ন করে দেন সহজেই। কেনিয়াকে ১৩৮ রানের চেজেবল রানের মধ্যে বেঁধে ফেলে মাশরাফিরা। কেনিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেন তন্ময় মিশ্র। তিনি ২ চার ও ১ ছয়ে ৩৮ রান করেন। মিশ্র ছাড়াও ওবুয়া ২৩, টিকোলো ২৪, ওদয়োর ২২ রানের সুবাদে ১৩৮ রান করতে সমর্থ হয় কেনিয়া। তবে কেনিয়া বলে বলে রান তুললেও সেটা টুয়েন্টি২০ ম্যাচের জন্য যথেষ্ট ছিল না। জয়ের লক্ষেযে ১৩৯ রানের সহজ টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে প্রথমেই মারমুখী ভ‚মিকায় ব্যাট চালাতে শুরু করেন তামিম। কিন্তু নাজিম উদ্দিন ছিলেন রয়েসয়ে খেলার পক্ষে। তামিম ১১ (২´৪) ও আফতাব ১৭ (২´৪ ও ১´৬) ঝড়ো রানের ইনিংস খেলতে গিয়ে বিদায় নিলে দলের হাল ধরেন নাজিম ও আশরাফুল। নাজিম ৪৩ (৩´৪ ও ২´৬) ও আশরাফুল ৩৬ (৪´৪ ও ১´৬) রানের ইনিংস উপহার দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও জয় অনেকটাই ধরাছোঁয়ার মধ্যে চলে আসে। শেষ পর্যন্ত বাংলাদেশ ১৪ বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশ আজ টুর্নামেন্টের ফেভারিট পাকিস্তানের সঙ্গে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে।
সূএ : দৈনিক ডেসটিনি
ফন্ট পরিবর্তনের http://www.beekkhan.com
[img]http://forum.projanmo.com/uploads/2007/12/542_flagmobile.gif[/img]