টপিকঃ জাকের নায়েক বাংলাদেশে আসবেন...
ব্যক্তিগতভাবে আমার জাকির নায়েককে ভাল লাগে। এ কারনে ভাল লাগে যে তার লেকচার শুনে মাঝে মাঝে অনেক কিছু জানতে পারি। অবাক হয়ে দেখলাম এই ফোরামে অনেকেই তাকে উপহাস করছেন। বিবর্তনবাদ এর লেকচারে তিনি অনেক ভুল করেছেন ঠিক আছে কিন্তু বুকে হাত দিয়ে কেউ কি বলতে পারবেন এই লোকটি কিছুই জানেন না? তিনি প্রচুর কথা বলেন। লাখ লাখ শব্দ থেকে কিছু জিনীস এদিক সেদিক হতেই পারে। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা আমরা একতাবদ্ধ নই। এই লোকটি যদি হাজার হাজার হিন্দু খ্রিষ্টান্দের মুখের উপর জবাব দিয়ে আসতে পাড়েন তাতে কার কি ক্ষতি হয় আমার মাথায় ধরে না। আর আমরা সবাই তো জানি আমাদের চার পাশে লাখ লাখ মানুষ আছে যাদের গোড়া নরম অথচ ধর্ম পূজি করে খান। এই সব আবাল ব্যক্তিরা তার পড়াশোনার ধারে কাছে না থাকতে পারে তাকে ইসলামের শত্রু বানাচ্ছে। ফতোয়া দিচ্ছে। অথচ তাদের উচিত ছিল ইসলামের পক্ষে যেই ভাল কাজ করবে তার সমর্থন দেওয়া। তারা তা করবেন না কারন তাতে তাদের ব্যবসা যে বন্ধ হয়ে যাবে।
জাকির নায়েক অতি অবশ্যই কোন মহামানব নয় বা তিনি জাই বলবেন তাই আলটিমেট কিছু নয়। কিন্তু তিনি যদি আমাদের ধর্মের পক্ষে কিছুমাত্র হলেও ভাল কাজ করে যেতে পাড়েন তবে আমাদের উচিত তার ভালকাজের সম্মান দেওয়া।
যাই হোক সচলায়তন মারফত জানলাম নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ১১ পর্যন্ত তিনি বাংলাদেশে আসবেন। তার কাছ থেকে ১টা লাইন ও যদি শিক্ষা পাওয়া যায়, নতুন কিছু জানা যাই তাই মংগল বলে মনে করি ...
আপডেট-আমার ফুফা প্রায় ৩০ বছর ধরে সৌদি আরব থাকেন।এবারের ঈদে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ভাবে ঈদ পালন হওয়ায় তিনি বার বার আমাকে বলছিলেন এদের কেউ কিছু বলে না কেন? ঐ সব এলাকায় কি কোন জ্ঞানী লোক নাই? আমি আর কি বলব...যাই হোক এই হোল আমাদের মুসলমানদের অবস্থা। এক একজন ফতোয়াবাজ নিজের মতো ইসলামের ব্যাখ্যা দেন। এরা তো জাকির নায়েক এর জনপ্রিয়তা দেখে ভয় পাবেই অবাক হবার কিছু নাই...