টপিকঃ হকার সার্ভিস
প্রজন্ম.কম এ হকার সার্ভিস চালু হল। কি নামটা খুব বিদঘুটে লাগছে? কিন্তু আমার খুব মজা লাগছে। সকাল বেলা পত্রিকা নিয়ে দৌড়ে আসে কে? সে তো হকারই নাকি?
যেখান থেকে শুরু:
অনেক দিন থেকেই ইচ্ছে ছিল লাইটবক্স/গ্রেবক্স ইত্যাদি ব্যবহার করে একটা এপ্লিকেশন বানানোর। কালকে নেট খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম একটা ছোট স্ক্রিপ্ট। বেশ ভাল লাগল। ভাবলাব এটা দিয়েই একটা কাজ করি। কাজও হবে, শেখাটাও হবে। এরপর শুরু করলাম। প্রথমে ম্যানুয়ালী লিংকযুক্ত করলাম। তখন সেভারাস অনেক কাজ করে দিয়েছে। লিংকগুলো সেই সংগ্রহ করেছে।
পরে ভাবলাব একটু এজাক্স ব্যবহার করি। ইদানিং আবার এজাক্স ছাড়া ভাল লাগে না। তাই farnar.com এর এজাক্স ট্যাব টা কে চুরি করলাম। কোন ডকুমেন্টেশন না থাকায় কয়েক ঘন্টার চেষ্টায় এটাকে সাইজে আনলাম। সবশেষে হয়েছে।
। একটা কন্ট্রোল প্যানেল তৈরি করলাম। যেখান থেকে লিংক যুক্ত করা যাবে । http://hawker.projanmo.com/admin
তাহলে এখনই দেখুন: http://hawker.projanmo.com । এখান থেকে সবগুলো পত্রিকা পড়া যাবে। আমাদের সাইট ত্যাগ করতে হবে না। পপ-আপ (গতানুগতিক পপ-আপ নয়) এর মাধ্যমে সাইটটি চালু হবে। ক্লোজ বাটনে ক্লিক করে আবার অন্য পত্রিকা পড়তে পারবেন।
প্রথমেই ইচ্ছা না থাকলেও এখন মনে হচ্ছে একটা বড় সংগ্রহ শালা তৈরি করা যায় দেশে বিদেশের বিভিন্ন বিখ্যাত পত্রিকার। তবে আপনাদের পরামর্শ চাই।
বিশেষ কৃতজ্ঞতা সেভারাসের প্রতি। প্রায় সবগুলো লিংক সে ই যুক্ত করেছে। তাকে + রেপু দেন;q। আর আপনাদের প্রতিও অনুরোধ লিংক যুক্ত করতে সাহায্য করুন।
what to do?