টপিকঃ ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

যাদের রক্তের গ্রুপ ও নেগেটিভ, তাদের ইউনিভার্সাল ডোনার বলা হয় কেন? রক্তের গ্রুপ ও নেগেটিভ নয়, এমন কোন ব্যক্তির ঐ গ্রুপের রক্ত গ্রহণে ঝুঁকির মাত্রা কতটুকু? বিস্তারিত ব্যাখ্যা আশা করছি।

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৯-০৯-২০১০ ০৩:০৪)

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

Calm... like a bomb.

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

শিমুল১৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন jyoti1211 (২৯-০৯-২০১০ ১১:৩৮)

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

invarbrass ভাই ও শিমুল১৩ ভাই কে ধন্যবাদ গুরুত্বপূর্ন কিছু জিনিস জানানোর জন্য।
আমার রক্তের গ্রুপ কিন্তু AB+ big_smile
সবার কাছ থেকে শুধু নিয়েই যাবো নিয়েই যাবো....

God is great.....

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

ধন্যবাদ অয়ন ভাই, টপিকটি খোলার জন্য এবং ধন্যবাদ invarbrass ভাই ও শিমুল ভাইকে, খুব সুন্দরভাবে বিষয়টি উপস্থাপনের জন্য।

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৯-০৯-২০১০ ১৫:০৪)

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

শিমুল১৩-কে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তুলে ধরার জন্য।

Rh +ve পুরুষের সাথে Rh -ve মহিলার বিয়ে হলে একটু সাবধানতা অবলম্বন করতে হয়। বিয়ের আগেই উভয়ের ব্লাডগ্রুপ নির্ণয় করে নেয়া উচিৎ। তথ্যটি জানা থাকলে গর্ভধারণকালে চিকিৎসকের ট্রীটমেন্ট প্ল্যানিং-এ সুবিধা হবে।

তবে এই ব্যাপারটি নিয়ে এখন আর চিন্তিত হবার কারণ নেই। এককালে হয়তো এটা সিরিয়াস প্রবলেম ছিলো, এখন এর কার্যকরী চিকিৎসা বেরিয়ে গেছে।

Rh -ve মায়ের গর্ভে যদি Rh +ve ভ্রুণ থাকে, তাহলে মা'কে ২টি Rh Ig (ইম্যুনোগ্লোবিউলিন) ইন্জেক্সন দেবেন চিকিৎসক। প্রথম ইন্জেক্সন দেয়া হয় প্রেগনেন্সীর ২৮ সপ্তাহের মাথায়। আর শেষ ইন্জেক্সনটি দেয়া হয় ডেলিভারীর ৩ দিনের মধ্যে। ব্যস, সময়মত এই দু'টি ইন্জেক্সন নিয়ে নিলে আর কোনো চিন্তা নেই! আমেরিকায় এই ট্রিটমেন্টের সাক্সেস রেট ৯৯%।

তবে আমাদের দেশে একটু সমস্যা আছে - দারিদ্র, অবহেলার কারণে গর্ভবতী মায়ের সঠিক মনিটরিং-এর অভাব। যে কারণেই হোক না কেন, গর্ভবতী মায়ের Rh incompatibility-র ব্যাপারটা আনডিটেক্টেড থেকে যেতে পারে (এটা আমাদের দেশে প্রায়ই হয়, বিশেষ করে গ্রামান্চলে)। তবে এরও চিকিৎসা আছে। যদি ধরা পড়ে গর্ভের ভ্রূণের ব্লাড টাইপ পজিটিভ এবং এই কারণে বাচ্চার ক্ষতি হচ্ছে - তাহলে সেক্ষেত্রে একটি বিশেষ ধরণের ব্লাড ট্রান্সফিউশন করা হয় - এর নাম এক্সচেন্জ ট্রান্সফিউশন। এর মাধ্যমে ভ্রুণের Rh+ve রক্ত সরিয়ে ধীরে ধীরে Rh-ve রক্ত দিয়ে রিপ্লেস করা হয়।

Calm... like a bomb.

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

আমি শুনলাম একই ব্লাডগ্রুপের পজেটিভ আর নেগেটিভ ওয়ালাদের বাচ্চার নাকি সমস্যা হতে পারে? এজন্য নাকি একটা ইঞ্জেকশন দিতে হয়?

উল্লেখ্য, আমার ও নেগেটিভ আর আমার স্ত্রীর ও পজেটিভ। ইনভারব্রাস ভাই বা শিমুল ভাইয়ের কাছে জিজ্ঞাসা রইলো।

সর্বশেষ সম্পাদনা করেছেন শিমুল১৩ (২৯-০৯-২০১০ ১৭:৫৯)

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

১০ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৯-০৯-২০১০ ১৭:৫৬)

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

Calm... like a bomb.

১১

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

শিমুল এবং ইনভারব্রাস ভাই, দুজনকেই ধন্যবাদ নিশ্চিন্ত করার জন্য। বেশ ভালো দুশ্চিন্তায় ছিলাম।

১২

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

আমার B+ রক্তের গ্রুপ মুই কি করুম আমার কি কোন সমস্যা আছে। তারাতারি কন ওদিকে নিশ্চিন্ত করা লাগবে তো  crying crying crying

১৩

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

Calm... like a bomb.

১৪

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

১৫

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

আপনাদের অসংখ্য ধন্যবাদ। টপিকটি খোলার পর এই নিয়ে অনলাইনে বেশ কিছুক্ষণ ঘাঁটাঘাঁটি করে আরেকটি তথ্য জানতে পারি সেটি হচ্ছে, যাদের ব্লাড গ্রুপ এবি পজেটিভ তাদের ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলা হয়। অর্থাৎ তারা যে কোন গ্রুপেরই ব্লাড নিতে পারে। এই বিষয়ে অবশ্য ইনভারব্রাশ ভাই পূর্বেই লিখেছেন।

আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ নয়, বি পজেটিভ। আসলে একটি টিভি সিরিজ দেখছিলাম, লস্ট। সিরিজটির একটি পর্বে একটি ছেলে গুরুতর আহত হলে তাকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কিন্তু ঐ গ্রুপের রক্ত কারও সাথে ম্যাচ না হওয়ায় শেষ পর্যন্ত ছেলেটিকে ও নেগেটিভ রক্ত দেওয়া হয়। সেখান থেকেই প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেতে থাকে। অনলাইনে এই বিষয়ে ঘেঁটে ঠিক মজা পাচ্ছিলাম না। অবশেষে এই টপিকের স্মরণাপন্ন হই। এদিকে সকালে আব্বুকেও এই বিষয়ে জিজ্ঞেস করি এবং বেশ কিছু প্রশ্নের উত্তর পাই। উল্লেখ্য, আব্বু একটি ফার্মাসিটিউক্যালস কোম্পানিতে চাকুরি করে।

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১৬

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

১৭

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

শিমুল১৩'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১৮

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

১৯

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন

ভাই আমার A+ পজিটিভ আমার কি করা উচিত । আমি কি শুধু A- এড়িয়ে চলব? নাকি আর কোনো প্রব্লেম আছে?

আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনিয় তাছবিহ হলো "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম"

২০

Re: ও নেগেটিভ ব্লাড গ্রুপ এবং দুটি প্রশ্ন