১ ২৯-০৯-২০১০ ০১:০০ সর্বশেষ সম্পাদনা করেছেন babuks (২৯-০৯-২০১০ ১৭:২২)
২ ২৯-০৯-২০১০ ০১:২৮ সর্বশেষ সম্পাদনা করেছেন shitol69 (২৯-০৯-২০১০ ০১:৩০)
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
ভালো টপিক! অনেক কিছু জানলাম!
দ্রুত স্টিকি করায় মডুদের অভিনন্দন!
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
আমার তো টেলিফোন নাই
৪ ২৯-০৯-২০১০ ০২:২০ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (২৯-০৯-২০১০ ০২:২৯)
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
@babuks & invarbrass ...
তথ্যগুলো জ়ানা দরকার ছিল। জিপি আর ভালোলাগেনা...
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
অনেক কিছু জানলাম কিন্তু এই মুহুর্তে নিচ্ছি না
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
ভাই জিপি আর ভাল লাগে না দেখি বাসায় টেলিফোন লাইন আছে দেখি কি করা যায় আর আপনাকে অনেক ধন্যবাদ অনেক কিছুই জানা দরকার ছিল মনে হচ্ছে সবই জানতে পারলাম
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
সিলেটে কেন যে এখোনো বিটিসিএল ইন্টারনেট আসেনা
আর কতদিন আমরা সিলেটবাসীরা বঞ্চিত থাকবো
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
শেরে বাংলা নগরের মধ্যে দেখলাম ৮১৫০০০০ আছে। আামাদের বাসার নম্বর ৮১৫১১৫x! সেক্ষেত্রে কি আমরা লাইন নিতে পারব? আর ব্যাপারটি আমি পরিষ্কার নই। এতে কি টেলিফোন লাইন বিজি থাকবে?
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
সারা দেশে কি নাই??? আমি বছর আগে ডায়াল আপ লাইন নিয়েছিলাম ৩২কেবি এর। ৫ মিনিটে ১০ বার লাইন কেটে যেত তাই বাদ দিয়ে জিপি ব্যবহার শুরু করেছি। এখন ইউজার আইডি পাসওয়ার্ডও ভুলে গেছি। ওগুলা রিকভার করবো কিভাবে?? আর যদি আমার এখানে মানে জয়পুরহাটে এই ১ মেগার প্যাকেজ আসে তাহলে কি আমার ৩২কেবির প্যাকেজ বদল করতে পারবো???
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
২৪ ঘন্টা লাইন দরকার আমি কিউবি ইউস করি এখন বিল বেশী বাট লাইন ২৪ ঘন্টা থাকে। ওয়ারলেস লাইক কারেন্টে কনো প্রবলেম নাই, তবে আপলোড স্পিড একটু কম। এখন বিটিসিএল কি ২৪ ঘন্টা লাইন থাকবে তাহলে ট্রাই করতাম।
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
১৫ ২৯-০৯-২০১০ ১৯:৪০ সর্বশেষ সম্পাদনা করেছেন মনোয়ার (২৯-০৯-২০১০ ২১:৩৪)
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
বাবুক এবং ব্রাসু ভাই ধন্যবাদ।
১৭ ২৯-০৯-২০১০ ২৩:৪৮ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (৩০-০৯-২০১০ ০০:০৭)
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
১ এমবিপিএস প্ল্যান যাঁরা নিতে চান, তাঁরা নতুন টেলিফোন লাইন নেবার সময় (বা পুরনো কেবল রিপ্লেস করতে গেলেও প্রযোজ্য) খেয়াল রাখবেন - তারে কোনো রকম জোড়াতালি থাকা চলবে না। অন্তত: এমেম থেকে এরকমই বলেছিলো।
তবে পর সমাচার এই যে, বিটিসিএল-এর রোযাদার লাইনম্যানকে চা-পানি খাবার খাতে ১৪০০/- নগদ বুঝিয়ে দেবার পরও তারে একখানি জোড়া পড়িয়া গিয়াছে - আমার বাসা থেকে পোলের দুরত্ব নাকি ৫৫ মিটার। কিন্তু বিটিসিএল অফিস থেকে লাইনম্যানেরা আবার ৫০ মিটারের বেশি তার পায় না। তবে লাইনম্যান মহাশয় টাকাগুলি পকেটস্থ করিবার সময় আশ্বস্ত করিয়াছেন যে কোনো প্রকার সমস্যা হইবে না। যাকগে, আমিও মহোদয়কে ফিরতি আশ্বাস দিয়াছি যে ১ কিলোবিটও যদি কম স্পীড পাই তাহা হইলে তাহাকে টেলিফোন পোস্ট নহে, ল্যাম্প পোস্ট হইতে ঝুলাইয়া রাখিব।
যাকগে, এই তথ্যের সত্যতা কতটুকু আগামী সপ্তাহে আপডেট দিতে পারবো।
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
১৯ ৩০-০৯-২০১০ ০০:৪৯ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (৩০-০৯-২০১০ ০১:০৩)
Re: বিটিসিএলের বিকিউব নিতে আগ্রহীদের জন্য গাইড
@বাবুক্স: ধন্যবাদ। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সের ব্যাপারেই জানতে চাইছিলাম। ১ এমবিপিএস-এর জন্য SNR মার্জিন কমপক্ষে ৬ ডেসিবেলের উপরে থাকা উচিৎ - সে হিসাবে আপনি মোটামুটি বর্ডারলাইন সেইফ যোনেই আছেন (তবে বৃষ্টিবাদলার দিনে মজা টের পাবার চান্স আছে ) এই ভ্যালুগুলো রেগুলার মনিটর করবেন - এদের উপর আপনার লাইনের কোয়ালিটি নির্ভর করবে।
এগুলোর হিসাবটা সম্ভবত: এরকম -
SNR (Signal to Noise Ratio) (লাইনের ডেটা সিগনাল আর ফালতু নয়েযের মধ্যে অনুপাত - যত বেশি হবে তত ভালো):
৬ ডেসিবেল - মিনিমাম কোয়ালিটি
৭-১০ ডেসিবেল - ভালো
১০-২০ ডেসিবেল - খুবই ভালো
২০+ ডেসিবেল - ফাটাফাটি লাইন
Attenuation (এটা সম্ভবত: এডিএসএল সিগনাল স্ট্রেংথ কত লস হচ্ছে তার হিসাব, এক্সচেন্জ থেকে আপনার বাসা পর্যন্ত যত বেশি দূরত্ব, লস তত বেশি হবে। Attenuation যত কম হবে তত ভালো):
<২০ ডেসিবেল - ফাটাফাটি লাইন
২০-৩০ - এক্সেলেন্ট
৩০-৪০ - ভালো
৪০-৫০ - মোটামুটি
৫০+ - ওক্কে - লাইনম্যানকে ঝাড়ি দেওয়ার সময় উপস্থিত।
এগুলো অবশ্য বিদেশের হিসাব। বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কিনা কে জানে?