টপিকঃ XP এর ভাষা পরির্বতন
আমার এক্সপি টা কোরিয়ান ভাষার। ইহার ভাষা পরির্বতন করার কোন উপাই কি আছে? এম ইউ আই দিয়ে ইংলিশ থেকে অন্য ভাষাই পরির্বতন করা যাই। কিন্তু উল্টাটা কি করা যাই?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » XP এর ভাষা পরির্বতন
আমার এক্সপি টা কোরিয়ান ভাষার। ইহার ভাষা পরির্বতন করার কোন উপাই কি আছে? এম ইউ আই দিয়ে ইংলিশ থেকে অন্য ভাষাই পরির্বতন করা যাই। কিন্তু উল্টাটা কি করা যাই?
কন্ট্রোল প্যানেলের রিজিওনাল সেটিং থেকে কি ভাষা পরিবর্তন করা যায় না? যাওয়ার তো কথা।
রাজু ভাই লিখেছেন:
কন্ট্রোল প্যানেলের রিজিওনাল সেটিং থেকে কি ভাষা পরিবর্তন করা যায় না? যাওয়ার তো কথা।
না..এই রকম প্রবলেমে পরছিলাম..প্রথম যখন ইটালীতে আসি...তখন..ইটালীয়ান ল্যাঙ্গুয়েজ জানতাম না....পরে দেশ থেকে এক্সপি কিনে তারপর ইনষ্টল করেছিলাম.. এখন অবশ্য ইটালীয়ান ভাষার-ই উইন্ডোজ..আর লিনাক্স হচ্ছে.. বাংলায়...
আমার জানামতে করা যায় না। ইংলিশ সিস্টেম থেকে অন্য ভাষা করা যায় কিন্তু শুরু থেকেই অন্য ভাষায় কাস্টমাইজড সিস্টেমকে ইংলিশ করা যায় না
আগে উইন্ডোজ ৯৮ সিস্টেমে এক্সপ্লোরারটা ইংরেজি ডাউনলোড করে ইনস্টল করা যেত, কিন্তু এর পরের ভার্সানগুলোতে তা-ও করা যায় না। তাই আমি এখন মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করি।
কিন্তু ল্যাপটপের সিস্টেমের সবকিছুই জাপানিতে
বাসায় উবুন্টু ব্যবহার করি। আপাতত ইংরেজিতে ... দরকাল হলে বাংলা ভাষার লোকালাইজেশনও ব্যবহার করা যায়
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » XP এর ভাষা পরির্বতন
০.০৫২৬৯৪০৮২২৬০১৩২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৬.৭১৪৬৫২৮১৫৪২ টি কোয়েরী চলেছে