টপিকঃ ভাই -রা একটা বুদ্ধি দেন
আমি আমার ল্যাবে দুইটা কম্পিউটার ব্যাবহার করি। একটার মনিটর 17" আর একটা 24"। ফলাফল আমি কানা হয়ে যাচ্ছি। ব্রাইটনেছ, কনট্রাষ্ট কমাই দেখেছি। কাম হই নাই। কোন উপাই জানা থাকলে জানান। জরুরি
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » ভাই -রা একটা বুদ্ধি দেন
আমি আমার ল্যাবে দুইটা কম্পিউটার ব্যাবহার করি। একটার মনিটর 17" আর একটা 24"। ফলাফল আমি কানা হয়ে যাচ্ছি। ব্রাইটনেছ, কনট্রাষ্ট কমাই দেখেছি। কাম হই নাই। কোন উপাই জানা থাকলে জানান। জরুরি
আমি আমার ল্যাবে দুইটা কম্পিউটার ব্যাবহার করি। একটার মনিটর 17" আর একটা 24"। ফলাফল আমি কানা হয়ে যাচ্ছি। ব্রাইটনেছ, কনট্রাষ্ট কমাই দেখেছি। কাম হই নাই। কোন উপাই জানা থাকলে জানান। জরুরি
সম্ভব হলে, বড় মনিটর২৪ ইঞ্চি বাদ দিয়ে ১৭ ইঞ্চি মনিটর ব্যবহারের চেষ্টা করুন।
ডেক্স টপের ইমেজ পরির্বতন করুন,আমদের চোখে জন্য ভাল এমন রং যেমন「সবুজ」।
কালার কোডদিয়ে বললে হবে, ১৬বিটের কালার「#008000」
২১৬ বিটের「#009999」বা এর কাছাকাছি রং ব্যবহার করুন।
ইমেজ না থাকে 「এম এস পেইন্ট」নিজে তৈরি করে নিন। আশা করি কিছুটা উপকৃত হবেন।:cool:
※সবার চোখ সমান নয় তাই,আপনি নিজেই জানেন কোন রংটা আপনার চোখের জন্য ভাল।
জরীপের ফলাফল থেকে জানা গেছে প্রকৃতির রং সাধারণত চোখের জন্য ভাল।
চোখে কালো চশমা ব্যবহার শুরু করুন।:P
১৭' আর ২৪' দুটিই বিক্রি করে ১৯' এর দুটি মনিটর কিনুন:)
এবং মনিটর থেকে মিনিমাম দের হাত দুরে বসে কাজ করার চেষ্টা করুন...
অফটপিক:
অথবা মনিটরের দিকে না তাকিয়ে কাজ করুন..:mad:
অফটপিক:
অথবা মনিটরের দিকে না তাকিয়ে কাজ করুন..:mad:
মনিটরের দিকে তাকালে কোন সমস্যা নাই[-X। চোখ বন্ধ রাখলেই হল।:-j
আমান লিখেছেন:অফটপিক:
অথবা মনিটরের দিকে না তাকিয়ে কাজ করুন..:mad:মনিটরের দিকে তাকালে কোন সমস্যা নাই[-X। চোখ বন্ধ রাখলেই হল।:-j
সবচেয়ে ভালো বুদ্ধি হলো, মনিটরের দিকেও তাকিয়ে থাকুন, আবার চোখও খোলা রাখুন। শুধু মনিটরের পাওয়ারটা অফ করে রাখবেন।
নাহ এই বুদ্ধির একটি খারাপ দিক আছে, অন্যেরা মনিটর ব্যবহার করতে পারবে না বা তথ্য দেখতে পারবে না
একটা ম্যাগনিফাইয়িং গ্লাস উল্টো করে নিয়ে চোখের সামনে ধরুন। তাহলে মনিটরের বড় জিনিস আনম্যাগনিফাই হয়ে যাবে।~X(~X(~X(
আমি আমার ল্যাবে দুইটা কম্পিউটার ব্যাবহার করি। একটার মনিটর 17" আর একটা 24"। ফলাফল আমি কানা হয়ে যাচ্ছি। ব্রাইটনেছ, কনট্রাষ্ট কমাই দেখেছি। কাম হই নাই। কোন উপাই জানা থাকলে জানান। জরুরি
1। দুইটা মনিটর একসাথে যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দেন।
2। বড় মনিটরে স্মাল আইকন আর ছোট মনিটরে লার্জ আইকন রাখুন।
3। ছোট মনিটরে কাজ করার সময় বড় চশমা আর বড় মনিটরে কাজ করার সময় ছোট চশমা পরুন।
উরি পাংখা!!! জটিল আইডিয়া
উরি পাংখা!!! জটিল আইডিয়া
উরি পাংখা!!! জটিল আইডিয়া
1। দুইটা মনিটর একসাথে যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দেন।
2। বড় মনিটরে স্মাল আইকন আর ছোট মনিটরে লার্জ আইকন রাখুন।
3। ছোট মনিটরে কাজ করার সময় বড় চশমা আর বড় মনিটরে কাজ করার সময় ছোট চশমা পরুন।
:clap::clap::clap:
যারা মনিটর নিতে চান তারা আশি হাজার টাকা দিয়া প্লেন এ টিকিট কাটেন। ।আমার দিতে আপত্তি নাই। আর বাঙালির যে বুদ্ধির অভাব নাই তা আরেক বার প্রমানিত হইল। আর হিমু ভাই উপদেশটা ভাল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সবুজ রং এর মেজারড(বাংলা কি?) উজ্জলতা সবচেয়ে বেশি। কিছু দিন আগে মাপে দেখেছি, লাল, বেগুনি থেকে দুই কাঠি উপরে। (0,255,0) রং এর দিকে তাকালে বুজতে পারবেন। তবে প্রকৃতির রং জিনিষটা স্যতিই ভালো।
দুইটা মনিটর একসাথে যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দেন।
এইটা যদি করা সম্ভব হয় তাইলে আপনি যাইয়া কইরা দিয়া আসেন না কেন??
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস » ভাই -রা একটা বুদ্ধি দেন
০.০৭৮২৮৯০৩১৯৮২৪২২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৯২৩৯৫৪১৯৭৭২৯ টি কোয়েরী চলেছে