Re: টেকটিউনস এর সমস্যাটা কি ?
তারেক হাসান লিখেছেন:ফালতু একটা সার্ভারে হোস্ট করা ছিল। খালি ডাটাবেস কানেকশনে ইরর আসত "Error establishing a database connection"
এক কথায় হোস্টিং কোম্পানীর কিন্তু দোষ দেয়া যায় না! একটা এরকম সমস্যাগুলো কিন্তু একাধিক কারণে হয়। সবচেয়ে বেশি যে কারণে হয় তা হল টাকা!
এটা ঠিক যে, হোস্টিং কোম্পানীর দোষ দেয়া যায় না। কিন্তু তারা যে আনলিমিটেডের লোভের ফাদে ফেলে যেভাবে হোস্টিং সেল করে, তাতে মনে হয় যে ভিপিএস ও ডেডিকেটেড এর কোন দরকার নাই। কিন্তু সচেতন গ্রাহক খুব ভালো করে জানে যে, আনলিমিটেড বলতে কিছু নাই। আমি লিমিটেড ই খুব বেশী পছন্দ করি (যদিও আনলিমিটেড ব্যাবহার করি)। কারণ লিমিটেড এ অন্তত জানা যায় আমি কি পাব (অবশ্য তার পরেও কোন গ্যারান্টি থাকে না)। আমি মনে করি দোষটা টেকটিউনস কর্তপক্ষের। কারন এসব সাইট খুব বেশীদিন শেয়ারড হোস্টিংয়ে চালানো যায় না, এ ব্যাপারটা তাদের বোঝা উচিত ছিল।