টপিকঃ ২০১০-১১ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও মোবাইলে রেজিশট্রেশন।
আমি এইবার এইচ,এস, সি পরীক্ষা দিয়েছি । তাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ভর্তিযুদ্ধে নামব । তবে এই বার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নতুন নিয়ম ডিজিটাল নিয়ম স্টার্ট করছে ।
। এস,এম,এস পদ্ধতি ।। তবে সরকারের অপারেটরের মার্কেট বাড়ানোর জন্য শুধু টেলিটক গ্রহন করবে ।। তবে আমার মনে হল এস,এম,এস পদ্ধতিটা এক্টু জটিল । এক বিশ্ববিদ্যালয়ের সাথে আরেক বিস্ববিদ্যালয়ের মিল নাই ।
। বিভিন্ন বিস্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষার পদ্ধতি এবং এস, এম এস। পদ্ধতি সম্পর্কএ শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি ।