টপিকঃ ভারতে বন্যার ব্যাপারে মিডিয়াতে কোনো খবর দেখি না কেন?
ভারতের কিছু অংশে চরম বন্যা হচ্ছে। পাকিস্থানেও হচ্ছে।
বাংলাদেশে তো হচ্ছেই।
কিন্তু মুশকিল হলো দেশে পত্রপত্রিকায় দেশ ও ফাকিস্থানের বন্যার খবর আসে ... ... ভারতেরটা তেমনভাবে চোখে পড়েনা। কারণটা কী?
এমনকি ভারতীয় চ্যানেলগুলোতেও এই নিয়ে হৈচৈ নাই ... কেন?
মানুষকে বরং এই খবর চেপে যাওয়া হচ্ছে ... এখানে দেখেন .... ... একজন বন্যার ব্যাপারে জানতে চাইলো, অন্যরা বেমালুম চেপে গেল। ঘটনা কী?
ডয়েচেভেলে (জার্মান রেডিও)র খবরের শিরোনাম হল:
দিল্লীসহ উত্তর ভারতের বন্যা পরিস্থিতি বিপজ্জনক
রেডিও তেহরানের খবর: ভারতের উত্তর-পূর্বাঞ্চলে বন্যায় ১০ জনের প্রাণহানি : লাখ লাখ মানুষ বাস্তুহারা।