Re: প্রজন্ম ফোরাম মোবাইল সংস্করণ (বেটা)
আমার w700i অপেরা মিনি ৪ ব্রাউজার দিয়ে ভালো ভাবেই দেখা যাচ্ছে। সব চেয়ে বড় কথা পেইজ খুব দ্রুত আসছে । অনেক ধন্যবাদ সুমন ভাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নতুন সুবিধা (ফিচার) » প্রজন্ম ফোরাম মোবাইল সংস্করণ (বেটা)
আমার w700i অপেরা মিনি ৪ ব্রাউজার দিয়ে ভালো ভাবেই দেখা যাচ্ছে। সব চেয়ে বড় কথা পেইজ খুব দ্রুত আসছে । অনেক ধন্যবাদ সুমন ভাই।
আজকে প্রথম এটি ব্যবহার করলাম, ভালোই লাগলো । আগে নরমাল লিংক দিয়ে ঢুকলে অনেক সময় নিত। টপিক টি স্টিকি করা যেতে পার, যাতে সবার চোখে পড়ে।
খুবই পছন্দ হল ।পোস্ট করার ব্যবস্থাটা হলেই আমার ফ্রেন্ড দের বলা যাবে।
একটা পেজ লোড হতে কত কে.বি খরচ হয় কেউ বলতে পারেন? আমার আবার কিলোবাইট প্রতি প্যাকেজ কী না।
মোবাইল খেকে বাংলা লেখার কি কোন সুযোগ আছে? থাকলে জানাবেন।
ধন্যবাদ।
ভাল পদক্ষেপ। আশাকরি অনকে নতুন মেম্বার জয়েন করবে মোবাইল থেকে.
ভাল হইছে।
ধন্যবাদ । আমি এই জিনিস টা চাইতেছিলাম মনে মনে ।
মনের কথা বঝে বলে এত ভাল লাগে ।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » নতুন সুবিধা (ফিচার) » প্রজন্ম ফোরাম মোবাইল সংস্করণ (বেটা)
০.০৭১৮৮৭০১৬২৯৬৩৮৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬৯.২০১৬৭০৭০৪০৪২ টি কোয়েরী চলেছে