টপিকঃ উবুনটু ইনসটল সমস্যা
উবুনটু ইনসটল করতে গিয়ে একদম শেষে এই লেখাটি আসে।
'grub-install (hd0)' কমান্ডটি চালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।
সমাধান কি?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » উবুনটু ইনসটল সমস্যা
উবুনটু ইনসটল করতে গিয়ে একদম শেষে এই লেখাটি আসে।
'grub-install (hd0)' কমান্ডটি চালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।
সমাধান কি?
ও আমি লাইভ সিডি থেকে ইনসটল করছি:|
আগের বার যখন উবুন্তু ইনস্টল করেছিলাম তখন আমার নেটওয়ার্ক কার্ড টি সাপোর্টেড ছিলো না। এবার আবার ট্রাই করে দেখি সাপোর্টেড। এখন ইনস্টল করতে গিয়ে দেখি ৯৬% এর পর লেখে 'grub-install (hd0)' কমান্ডটি চালানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এবং বন্ধ হয়ে যায়। কোথায় কি করতে হবে বুঝলাম না।
ভার্সন ৭.০৪
এ জাতীয় সমস্যায় আমি পড়িনি কখনো তাই বলতে পারছিনা সঠিক সমাধান কি । তবে আপনি স্বপ্নচারী এবং লাভলূদা কে জিজ্ঞেস করে দেখূন।
আমাকে তো কোথায় গ্রাব কোথায় ইন্সটল করতে হবে তা জানতে চায়নি;(
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » উবুনটু ইনসটল সমস্যা
০.০৪৯০৬২০১৩৬২৬০৯৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৯.৩১১৮৯৬৮২২৩৫ টি কোয়েরী চলেছে