টপিকঃ নব সংযোজন?

টগল ক্যাটাগরীটা বেশ ভালো লাগলো। এটা কবে থেকে চালু হয়েছে? খেয়াল করিনি আগে। তবে সাব ফোরামে ব্যাপারটা নেই।

Re: নব সংযোজন?

toggle ক্যাটাগরি কোথায় দেখলেন?:rolleyes:

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: নব সংযোজন?

এটি কি জিনিষ?:|

Re: নব সংযোজন?

আজেকই চালু করলাম। পুল মোড এর কাজ করতে যেয়ে এ মোডটা পেলাম। তারপর যুক্ত করলাম। পুল মোডে অনেক সমস্যা। প্রচুর কোড পরিবর্তন করতে হচ্ছে। এমনকি এতে বর্তমান কিছু সুবিধাও নষ্ট হতে পারে। তাই সেটি ইনস্টল করলাম না।

Re: নব সংযোজন?

পাইসি।)+D

বেশ ভালো।(y)

রংধনু দেখতে হলে বৃষ্টিকেও হাসিমুখে বরণ করতে হয়। বৃষ্টি নিজেই তখন রূপান্তরিত হয় আনন্দের উৎসে।

রুমন'এর ওয়েবসাইট

লেখাটি by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: নব সংযোজন?

আমাকে কে বলবে কি সংযোজিত হয়েছে?

Re: নব সংযোজন?

বুঝলাম না, কেহ কি একটু বুঝিয়ে বলবেন?

Re: নব সংযোজন?

Re: নব সংযোজন?

১০

Re: নব সংযোজন?

১১

Re: নব সংযোজন?

আমি বড় বা ছোট্ট করতে পারছিনা ।

১২

Re: নব সংযোজন?

বেশ চমৎকার!

______________________
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।

১৩

Re: নব সংযোজন?

কি বেশ চমৎকার?

১৪

Re: নব সংযোজন?

টগল ক্যাটাগরীটা ভাই!

______________________
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।

১৫

Re: নব সংযোজন?

সেটাই তো জুঝি নাই।

১৬

Re: নব সংযোজন?

আপনি এক কাজ করেন, আশা করি বুঝে আসবে।
আপনার পি সির সামনে পা উপরে মাথা নিচে দিয়ে তারপর ফোরোমের হোম পেযে যান, আরাম্‌সে বুঝে যাবেন! tongue_smile

______________________
লিনাক্সের জগতে প্রবেশের প্রচেষ্টা চলছে।

১৭

Re: নব সংযোজন?

এত কষ্ট করতে হবে কেন? কষ্ট করতে পারবো না।