টপিকঃ আর্জেন্টিনা---------স্পেন মুখোমুখি।
শুনলাম আর্জেন্টিনা আর স্পেন নাকি আজ মধ্যরাতে একটি প্রীতি ম্যাচ খেলবে। বিশ্বকাপের সেমিফাইনালে এই দুইটা দলের আগেই খেলার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত জার্মানির কাছে পরাজয়ে তা আর সম্ভব হয়নি। কিন্তু প্রীতি ম্যাচ হলেও সেই উত্তেজনা এ ম্যাচে কিছুটা হলেও পাব বলে আশা করছি। এ ম্যাচে আর্জেন্টিনার নতুন কোচ সার্জিও বাতিস্তা ম্যারাডোনার আমলে বাদ পড়া বেশ কিছু খেলোয়ার ফিরিয়ে এনেছন। আরও খবর নিচে।
ম্যারাডোনার বিশ্বকাপ দলে জায়গা হয়নি এস্তেবান ক্যামবিয়াসো, হাভিয়ের জেনেত্তি ও গ্যাব্রিয়েল মিলিতোর। ম্যারাডোনার আর্জেন্টিনা যুগ শেষ হয়ে গেছে বিশ্বকাপের পরই। সার্জিও বাতিস্তার যুগে কপাল খুলেছে বাদপড়া ওই ফুটবলারদের। বুয়েনস এইরেসে আজ মঙ্গলবার রাতে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে অনুষ্ঠেয় প্রীতিম্যাচ দিয়ে আবারও আর্জেন্টিনা দলে ফিরছেন তাঁরা।
স্পেনের বিপক্ষে ম্যাচে ম্যারাডোনার বাদ দেওয়া ফুটবলারদের ফিরিয়ে আনা সম্পর্কে বাতিস্তা বলেছেন, ‘ডিফেন্স থেকে বল কীভাবে নিয়ে আসতে হয়, তা আমাকে দেখিয়েছে মিলিতো। দৃঢ় প্রত্যয় নিয়ে আক্রমণে অভিজ্ঞ জেনেত্তির তুলনা হয় না। আর এ মাঠে ক্যামবিয়াসোর রেকর্ড বরাবরই ভালো।’
ম্যারাডোনার পথ ধরে হাঁটবেন না, এমন মানসিকতা নিয়ে বাতিস্তা দল সাজিয়েছেন অভিযোগ করলে অবশ্য ভুল হবে। ম্যারাডোনার দলের আক্রমণভাগের তিন অস্ত্র লিওনেল মেসি, কার্লোস তেভেজ ও গঞ্জালো হিগুয়েইনকে ঠিকই রেখেছেন বিশ্বকাপের পর আর্জেন্টিনার দায়িত্ব নেওয়া বাতিস্তা। আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন যথারীতি মেসিই।
স্পেন বিশ্বকাপ জিতেছে, কিন্তু আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালই পার হতে পারেনি। এ বিবেচনায় লড়াইটা স্পেনের পক্ষে একতরফা হওয়ার কথা। কিন্তু ফুটবল সৌন্দর্যপিপাসুরা খুব ভালো করেই জানে, বিশ্বকাপের ফলটা শেষ কথা নয়। বিশ্বের অন্যতম সুন্দর ফুটবল খেলা দুটি দেশের মুখোমুখি লড়াইয়ে অতীত ফলাফল খুব গুরুত্বপূর্ণ হতে পারে না। দুই দলের কোচই তাই দুর্দান্ত একটি ম্যাচ দেখার অপেক্ষায় আছেন। সার্জিও বাতিস্তা যেমন বলছেন, ‘ফলাফল যাই হোক, ম্যাচটা দুর্দান্ত হবে।’ বাতিস্তার সুরে সুর মিলিয়ে স্পেনের কোচ দেল বস্ক বলছেন, ‘আর্জেন্টিনার সঙ্গে স্পেনের খেলার ধরনের মিল থাকায় ম্যাচটা দুর্দান্ত হবে।
সূত্রঃ প্রথম আঁলো
আচ্ছা খেলেটা কখন শুরু হবে কেউ জানেন? কোন চ্যানেলে দেখাবে এটাও জানা দরকার ।