টপিকঃ অসাধারন এক আর্কাইভার 7-Zip
7-Zip হচ্ছে একটি ওপেনসোর্স ফাইল আর্কাইভার।
এটিকে নিসন্দেহে উইনজিপ , উইনআরএআর এর অল্টারনেটিভ বলা যায়।
7-Zip নামটি প্রায় sourceforge.net এর হোমপেজে Most Downloaded লিস্টে চোখে পড়ত।
এখন দেখি এটি SourceForge.net Community Choice Awards 2007 এ দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে :
* Best Project
* Best Technical Design
তাই ভাবলাম ট্রাই করে দেখি।
আমার সামহোয়ারইনব্লগের অনেক ব্লগারের পোষ্ট সেভ করা ছিল। যার টোটাল সাইজ হচ্ছে ২৬৯ মেগাবাইট।
উইনআরএআর এ সেই পোষ্ট গুলো কমপ্রেস করে রেখেছিলাম অনেক দিন আগে। উইনআরএআর সেটিকে কমপ্রেস করেছিল ২৬৯ থেকে ১০৯ মত সাইজে।
এবার সেই আর্কাইভ থেকে পোষ্ট গুলো আনকমপ্রেস করলাম।
এখন সেই মোট ২৬৯ মেগাবাইটের পেজগুলো কে 7-zip দিয়ে আর্কাইভ করা শূরু করলাম।
আর্কাইভিং এর সময় যে সেটিং ফলো করেছি :
Archive format : 7z
Compression level: Ultra
Compression method: LZMA
তারপর বাকি সেটিং গুলো অপরিবর্তিত রেখে কমপ্রেস করা শূরুকরলাম।
অনেক্ষন টাইম নিলো । শেষ হবার পর কমপ্রেসড ফাইলটির সাইজ চেক করতে গিয়েতো আমার মাথা ঘুরে গেল।
২৬৯ মেগাবাইটের পেজগুলো সেভেনজিপ কতমেগাবাইটে কমপ্রেস করেছে জানেন????
৩১.১ মেগা বাইটে !!!! বিশ্বাস হয়না ???
অপেক্ষা করুন ফাইলটা আপলোড করে নেই তারপর শেয়ার করবো।
চিন্তা করেন!!!! আমার কতগুলো স্পেস বাচলো
এরপর থেকে আমি সেভেন জিপের ফ্যান হয়ে গিয়েছি।
এটি উইন্ডোজ এবং লিনাক্সের পাশাপাশি অন্যান্য অপারেটিং সিস্টেম সাপোর্ট করে।
সাপোর্টেড অপারেটিং সিস্টেম : Windows (98/ME/NT/2000/XP) , Linux (Debian , Fedora Core , Gentoo , AltLinux.org) , Mac OS X , FreeBSD , BeOS
মূল সাইট : http://www.7-zip.org/
সোর্সফোর্জ লিন্ক : http://sourceforge.net/projects/sevenzip/