টপিকঃ ইউনিকোড ভিত্তিক বাংলা
ইউনিকোড ভিত্তিক বাংলা অনেকের কাছে জটিল মনে হতে পারে। কিন্তু বিষয়টি ততটা জটিল বা ঝামেলার নয়।
শুধুমাত্র মূল কয়েকটা জিনিস খেয়াল রাখলেই চলবে। যেমন- বিজয় বা এ রকম অন্যান্য সফটওয়্যারে এ-কার (ে) লিখতে হত আগে। যেমন-
আ+ে+গ, কিন্তু ইউনিকোড সফটওয়্যারে তা লিখতে হবে আ+গ+ে। অর্থাৎ এটি হচ্ছে শব্দের উচ্চারণের কারণে। দেখুন "আগে" শব্দটির উচ্চারণ হল আ+গ+এ । এ কারনেই ইউনিকোডে লেখার এ রকম নিয়ম।
বিভিন্ন রকম সুবিধাসহ ইউনিকোড ভিত্তিক বাংলা লেখার একটি পরিপূর্ণ সফটওয়্যার হল অভ্র। এটি খুবই সহজে ব্যবহার করা যায়। এটি ডাউনলোড করতে পারেন নিচের ঠিকানা থেকে:
http://www.omicronlab.com/avrokeyboard/index.htm
এছাড়াও বাংলা কম্পিউটিং সম্পর্কে আরও জানতে পারেন এখানে:
http://www.ekushey.org/