টপিকঃ ভাল রিমোট কন্ট্রোল হেলিকপ্টার কোথায় পাওয়া যায়?
হটাৎ করে RC Helocopter কেনার সখ চাপছে। আপনাদের কারো ভালো ধারনা থাকলে plz সাহায্য করুন।
কোথায় পাওয়া যাবে, দাম কেমন,কোন ব্র্যান্ড ভাল হবে, আমি এর আগে কোনদিন RC Helocopter চালাইনি।
ছোটবেলায় খুব সখ ছিল, ঝাড়ি খাবার ভয়ে কোনদিন কাউকে বলার সাহস পাইনাই।
হটাৎ করে আবার অনেকিদন পর এক বন্ধুর কাছে দেখে কিনতে ইচ্ছে করছে, ও ওর ভাতিজার জন্য কিনছে। প্রথম মনে হচ্ছিল এত বড় হয়ে গেছি এখন এইসব করা যাবেনা। পরে ইন্টারনেট ঘেটে দেখলাম এটা অনেকেরই শখ। অনেকের দেখলাম বয়স অনেক তারপরও চালাচ্ছে, সিদ্ধান্ত নিলাম একটা কিনি। কিন্তু আমার চালানোর বা কেনার কোন আভিজ্ঞতা নাই। তাই ভাবলাম আপনাদের কেঊ হয়তো সাহায্য করতে পারবেন।
আর একটা কথা আমার বারবার কিনে কিনে পরীক্ষা করার মত টাকা নাই, তাই দয়া করে যেন বেশ কিছুদিন চালাতে পারি এমন কিছুর পরামর্শ দিন। আর সবকিছু মিলিয়ে রিমোটের রিচার্জেবল ব্যাটারি সহ তিন হাজার এর মধ্যে হলে ভাল হয়। পারলে একটু কষ্ট করে দোকানের ঠিকানা সহ দিন।
অ.ট.: আমি এই প্রায় নিয়মিত এই ফোরাম ভিজিট করি, পোষ্ট পড়ি কিন্তু পোষ্ট করা হয়না।