টপিকঃ একটি ঘোষণা – লিনাক্স মিন্ট বাংলাদেশ এখন অফিশিয়াল লোকো টিম
কিছুদিন আগে একটি অফিশিয়াল ঘোষণার মাধ্যমে জানানো হয়েছিল যে, "বিশ্বজুড়ে ফেডোরা, উবুন্টু প্রভৃতি জনপ্রিয় ডিস্ট্রিবিউশনগুলোর মত লিনাক্স মিন্টের আপাতত কোন লোকাল কমিউনিটি (লোকো) প্রজেক্ট না থাকায় লিনাক্স মিন্ট বাংলাদেশ এখনও লিনাক্স মিন্টের অফিশিয়াল লোকাল কমিউনিটি হিসেবে আত্মপ্রকাশ করতে পারছে না।" তবে আজ লিনাক্স মিন্ট অফিশিয়ালি লোকাল কমিউনিটি প্রজেক্ট চালু করেছে। যেখানে সমগ্র বিশ্বের মোট ১৬টি টিম লিনাক্স মিন্টের অফিশিয়াল লোকাল কমিউনিটি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এশিয়া থেকে ৩টি, ইউরোপ থেকে ১২টি এবং দক্ষিণ আমেরিকা থেকে ১টি লোকাল কমিউনিটি। এশিয়া থেকে যেই ৩টি লোকাল কমিউনিটি ঐ তালিকাটিতে অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোর মধ্যে ১টি হচ্ছে লিনাক্স মিন্ট বাংলাদেশ।
এই বিষয়ে লিনাক্স মিন্টের অফিশিয়াল ব্লগে তারা ইতিমধ্যেই একটি ঘোষণা দিয়েছে।
রেফারেন্সসমূহঃ
অয়ন খান
এডমিন এবং কমিউনিটি লিডার
লিনাক্স মিন্ট বংলাদেশ
দ্রষ্টব্যঃ
লিনাক্স মিন্ট বাংলাদেশের অফিশিয়াল ব্লগেও প্রকাশিত।
http://www.linuxmint-bd.org/blog/86-19