টপিকঃ এবার আপনিও হয়ে যান প্রফেশনাল (ফটোশপ অ্যাকশন)
জ্বি, এবার আপনিও পারবেন অনেকদিন ধরেই ফটোশপের কাজ করছেন, কিন্তু অ্যাডভান্স লেভেলের ব্যাপার-স্যাপার বিশেষ করে অ্যাডভান্স লেভেলের কালার কারেকশন নিয়ে খুবই টেনশিত।
কিরে বাপ, এত কালার কারেকশন কইরা লাভ কি? আছে আছে... আবার অনেকে হয়ত ঠিকমত বুঝে উঠতে পারেননা ছবিতে কি কালার দেবেন। এমনও অনেকে আছেন যারা শুধুমাত্র কার্ভ দিয়েই কাজ সারেন, এর বেশি কিছু হলে লেভেল, কালার ব্যালেন্স, হিউ-স্যাচুরেশন ব্যবহার করেন... হুম, শুধু এগুলো ব্যবহার করলে ছবিতে খুব একটা প্রফেশনাল লুক দেওয়া যায়না, যদিও এগুলোই কালার কারেকশনের বাপ। তবে ব্লেন্ডিং মোড এবং লেয়ারের কেরামতি ছাড়া শুধুমাত্র এক লেয়ারে প্রফেশনাল কালার ইফেক্ট দেওয়া একরকম অসম্ভবই বলা চলে। তাই আপনার জন্য আমার পক্ষ থেকে কিছু কালার ইফেক্ট অ্যাকশন উপহার রইল।
আগে একটু বয়ান করে নেই অ্যাকশন কি?
মনে করেন, আপনি একটা ছবিতে প্রথমে লেয়ার ডুপ্লিকেট করলেন, তারপর কোনো একটা কালার ইফেক্ট দিলেন, এরপর দিলেন কোনো একটা ফিল্টার। সেটাকে আবার অপাসিটি কমাইয়া-বাড়াইয়া অ্যাডজাস্ট করা, কোনো লেয়ার স্টাইল দেওয়া, আরো বিভিন্ন বার বিভিন্ন কাজ করার ফাইলটা সেভ করলেন। মনে করেন পুরো কাজটা করতে সময় লেগেছে ঘন্টাখানেক। এখন আপনাকে ঠিক একই রকম ইফেক্ট আরো একটা দুইটা কিংবা দশ-বারোটা ছবিতে দিতে হবে। কি করবেন? প্রথমে তো আপনাকে কখন কোন কমান্ড কত মানে দিয়েছেন সেগুলো মনে রাখতে হবে... (বহুত ঝামেলা ) এরপর সময়ের ব্যাপার আছে। দশটা ছবিতে একই ইফেক্ট দিতে গেলে দেখা যাচ্ছে দশ ঘন্টা সময় পেরিয়ে যাচ্ছে
এখন আপনি যদি একবার পুরো প্রক্রিয়াটাকে অ্যাকশন হিসেবে তৈরি করে নেন তাহলে অন্যান্য ছবিগুলো ওপেন করে নির্দিষ্ট অ্যাকশনটি সিলেক্ট করে প্লে করে দিলেই হবে দু-এক মিনিটের মাঝেই দেখবেন আপনার ইমেজ রেডি। যে কমান্ড যত মানে দিয়েছেন ঠিক সেভাবেই আপনার ছবিটি তৈরি। মজার না বিষয়টা??
আমার নিজের বানানো কিছু অ্যাকশন আছে। সবগুলোই কালার সম্পর্কিত। তার মধ্যে চারটা অ্যাকশন আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মূল অ্যাকশনটির নাম হল SRS Action, এটিতে যে চারটি অ্যাকশন আছে সেগুলোর নাম হল-
SRS Glamour 01 (Ctrl+F2)
SRS Glamour 02 (Ctrl+F3)
SRS Color Glow
SRS Color Drama
কিভাবে অ্যাকশন ব্যবহার করবেন?
প্রথমে SRS Action ফাইলটি ডাউনলোড করবেন... তারপর ফটোশপ খুলবেন এবং অ্যাকশন প্যালেটে/প্যানেলে যাবেন। অ্যাকশন প্যালেট/প্যানেল দেখা/লুকানোর জন্য Window>Action এ গেলেই হবে। অ্যাকশন প্যালেট/প্যানেলের উপরে ডান কোনায় দেখবেন যে ছোট্ট একটি আইকন আছে, ওটাতে ক্লিক করলেই প্যালেট/প্যানেল মেনু আসবে, সেখান থেকে Load Action এ ক্লিক করুন। তারপর আপনি ডাউনলোড কৃত অ্যাকশনটি যে লোকেশনে আছে সেখানে গিয়ে অ্যাকশনটি সিলেক্ট করে Load বাটনে ক্লিক করুন। SRS Action টি অ্যাকশন প্যালেট/প্যানেলে লোড হবে। অ্যাকশনটি এক্সপান্ড করলে উল্লেখিত চারটি অ্যাকশন পাবেন। এবার আপনি আপনার পছন্দের যেকোনো একটি ছবি ওপেন করুন। যেকোনো একটি অ্যাকশন সিলেক্ট করুন এবং নিচে দেখবেন যে প্লে বাটন আছে, তাতে ক্লিক করুন। চেয়ারে হেলান দেওয়ার আগেই দেখবেন যে আপনার কাঙ্খিত কালার ইফেক্ট রেডি।
বিঃদ্রঃ প্রথম দুইটি অ্যাকশনের জন্য শুধু ছবিটি ওপেন করে Ctrl+F2 অথবা Ctrl+F3 চাপলেই হবে।
ও হ্যা, আপনাদের জন্য কিছু স্ক্রীনশট দিলাম...
স্ক্রীনশট ০২
স্ক্রীনশট ০৩
স্ক্রীনশট ০৪
অ্যাকশনটি ডাউনলোড করুন এখান থেকে, ১৭.৮ কিলোবাইট
আর হ্যা, অ্যাকশনটি ক্রিয়েটিভ কমনস (By-nc-nd 3.0) লাইসেন্সের আওতায় প্রকাশ করা হয়েছে। অর্থাৎ আপনি আমার নাম উল্লেখপূর্বক অ্যাকশনটি যেকোনো জায়গায় ব্যবহার ও শেয়ার করতে পারবেন, এবং এই অ্যাকশন থেকে কোনোরকম মুনাফা অর্জন করা যাবেনা এবং কোনোরকম মডিফাই করা যাবেনা।
ভালো থাকবেন সবাই, ও হ্যা, আপনাদের রেসপন্সের উপর নির্ভর করে আপনারা এধরনের অ্যাকশন আরো চান কিনা। তাছাড়া কোন বাগ থাকলেও জানাবেন, অ্যাকশনটি আমি ফটোশপ সিএস এবং সিএস ৫ এ টেষ্ট করেছি। আবারও ধন্যবাদ সকলকে।