চমৎকার এবং সাধুবাদ। সাইটটিকে বুকমার্ক করে রাখলাম, এবং সত্যই রিসোর্সফুল হলে নিয়মিত ভিজিটর হব এটা নিশ্চিত। 
@মো: রেজওয়ানুল আলম
পিএইচপি, ওয়র্ডপ্রেস, জুমলা, ড্রুপাল ইত্যাদি ফ্রীওয়্যার নিয়ে যেহেতু কাজ করছেন তাই বলছি: ফটোশপের মত দামী সফটওয়্যারের পাশাপাশি যদি গিম্পের মত ফ্রী-ওয়্যারের টিউটোরিয়াল থাকতো এবং প্রতিটা ফটোশপ টিউটোরিয়ালের শুরুতে লিখে দেয়া যেত, "ফটোশপ একটি অত্যন্ত দামী প্রোপাইটরি সফটওয়্যার, এই একই কাজ আপনি ফ্রী গিম্প দিয়েও করতে পারেন: এই লিংকে দেখুন" তাহলে বেশ হত কিন্তু। 
আর যতটুকু জানি, LAMP এর P= পিএইচপি, এবং M = MySQL। তাহলে বাকীগুলো আর বাদ যাবে কেন? (L = Linux, A = Apache)। 
এছাড়া ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন ফ্রী/ওপেনসোর্স টুল নিয়ে সেকশন বাড়ানো যেতে পারে। 
যোগাযোগ / ফীডব্যাক সেকশন থাকলে সেখানে, সমস্যা বা নতুন ফোরামের কোন অসংগতি (বানান ইত্যাদি) দেখলে সরাসরি ফীডব্যাক দেয়া যেত।
আরেকটা কথা:
হামদ নাতগুলো ওয়েব ডেভলপমেন্টের জন্য খুব একটা প্রয়োজনীয় নয়। এগুলো আলাদা ওয়েবসাইটে থাকার মত গুরুত্ব দাবী করে।